ঘাটে ঘাটে তারা ভিড়াবে তরী
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২০ মে, ২০১৫, ০২:১৮:৩৫ দুপুর
কে বলেরে মানবতা নেই!!
থাইল্যাণ্ড এবং মালয়েশিয়া
হাত বাড়িয়েছে ইন্দোনেশিয়া
আশ্রয় এবং সহায়তা দিবে
আমাদের সামনেই!
সাগরে ভাসমান
দুখে ও শোকে
হাজার হাজার
অসহায় লোকে
ঘাটে ঘাটে তারা ভিড়াবে তরী
ডাঙ্গাতে তারা উঠবেই।
যতই পড়ো বিপদ-আপদে
মৃত্যুভয় থাকে পদে পদে
স্রস্টার প্রতি ভরসা ও বিশ্বাস
অটুট অটল রাখবেই;
পাহাড় সমান দৈত্য আসুক
অথৈ সাগরে নেৌকা ভাসুক
বিপদ থেকে দয়াল প্রভু
রক্ষা তোমায় করবেই।
বিষয়: বিবিধ
১৫৪৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরি নামটা এখনো পরিবর্তন করতে পারিনি।
খোদা বল্তে কিচ্চুনাই পুতুল
আপপপপি
মন্তব্য করতে লগইন করুন