ফিরে আসুক মানুষগুলো সুখের বালুচরে

লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৯ মে, ২০১৫, ০৩:২৭:৩১ দুপুর

কোটি কোটি মানুষ এবং চারিদিকে দেশ

মধ্যিখানে হাজার কয়েক মানুষ হবে শেষ?

লয়না তাদের টেনে কেহ দেয় না খাবার মুখে

সাগর বুকে মানুষগুলো পড়ছে বেহাল দুখে।

ক্ষুধার জ্বালায় হাত বাড়িয়ে

ডাকছে অনাহারী

বাঁচাও বাঁচাও কান্নায় তাদের

আকাশ বাতাস ভারী।

কে বাচাবে? হাত গুটিয়ে, বসে দেখে বিশ্ব

হায় পৃথিবী, এরা মানুষ! নয়রে অষ্পৃশ্য।

প্রতিটা ক্ষণ হৃদয় আমার ভাঙছে খান খান

মানুষ হয়েও মানবতার দেখছি অপমান!

প্রভু,

নামাজ পড়ে তোমার কাছে এই মিনতি করি

দয়া করে সাগর পাড়ে ভিড়াও তাদের তরী।

কষ্ট থেকে মুক্ত হয়ে ফিরে আসুক ঘরে

ফিরে আসুক মানুষগুলো সুখের বালুচরে।

বিষয়: বিবিধ

১৪৭৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321018
১৯ মে ২০১৫ দুপুর ০৩:৩০
চোথাবাজ লিখেছেন : ফিরে আসুক মানুষগুলো Applause Applause Applause Love Struck Love Struck
১৯ মে ২০১৫ বিকাল ০৪:২৬
262159
কুশপুতুল লিখেছেন : ...সুখের বালুচরে।Good Luck
321027
১৯ মে ২০১৫ বিকাল ০৪:১২
আহসান সাদী লিখেছেন : কষ্ট থেকে মুক্ত হয়ে ফিরে আসুক ঘরে
ফিরে আসুক মানুষগুলো সুখের বালুচরে।

...ভালো লিখেছেন।
১৯ মে ২০১৫ বিকাল ০৪:২৭
262160
কুশপুতুল লিখেছেন : আপনাকে ধন্যবাদ। Good Luck
321033
১৯ মে ২০১৫ বিকাল ০৪:৩৯
ছালসাবিল লিখেছেন : বর্তমানে মানুষের মাঝে আর মানুষ নেই আপপপি। Day Dreaming সব ফানুশ হয়ে গেছে। Worried
১৯ মে ২০১৫ বিকাল ০৫:১৯
262166
কুশপুতুল লিখেছেন : কী বলেন! মানুষের সংখ্যাই বেশি আর অমানুষ? সংখ্যায় অনেক কম।
২০ মে ২০১৫ সকাল ১০:৩৫
262282
ছালসাবিল লিখেছেন : মানতে পারছিনা আপপপি, রসুল (ছা) বলেছেন, হারাজ বা হত্যা বৃদ্ধিপাবে। তো অমানুষ নাহলে কেমন কোরে হত্যা করবে Smug

দ্বীতিয়ত: অমানুষের মিনিং জদি মানুষের বাহিরে প্রানি হয় যেমন ছাগল,গড়ু ইত্যাদি তাহলেও অমানুষি ই বেশি Broken Heart
অমানুষ=মানুষ বাদে সকল প্রাণি Tongue
321040
১৯ মে ২০১৫ বিকাল ০৫:৫৭
শেখের পোলা লিখেছেন : মানুগুলো দোষ করেছে, কেমনে পাবে দয়া,
সাগর তাদের বাসস্থান,নৌকা তাদের 'বয়া'৷
না হইয়া মুসলমান অন্য কিছু হলে,
বিশ্বে তাদের ঠাঁই হইত মানবাধিকার বলে৷
১৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
262174
কুশপুতুল লিখেছেন : Surprised
321042
১৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ফিরে আসুক মানুষগুলো সুখের বালুচরে আমিন।
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে....।
১৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
262175
কুশপুতুল লিখেছেন : আপনাকে শুভেচ্ছা জানাই।
Good Luck
321062
১৯ মে ২০১৫ রাত ০৮:২১
২০ মে ২০১৫ সকাল ১০:০২
262276
কুশপুতুল লিখেছেন : Good Luck
321215
২০ মে ২০১৫ দুপুর ০১:২১
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই এক্কেরে লতুন আইচি। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে এইহানে গিয়া দেইখ্যা আইবেন?
২১ মে ২০১৫ সকাল ১০:০৭
262592
কুশপুতুল লিখেছেন : ওরে আমার নন্টে ফন্টে মামু
ksmd gfmfv hbgLs igdhfv yfgx?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File