ফিরে আসুক মানুষগুলো সুখের বালুচরে
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৯ মে, ২০১৫, ০৩:২৭:৩১ দুপুর
কোটি কোটি মানুষ এবং চারিদিকে দেশ
মধ্যিখানে হাজার কয়েক মানুষ হবে শেষ?
লয়না তাদের টেনে কেহ দেয় না খাবার মুখে
সাগর বুকে মানুষগুলো পড়ছে বেহাল দুখে।
ক্ষুধার জ্বালায় হাত বাড়িয়ে
ডাকছে অনাহারী
বাঁচাও বাঁচাও কান্নায় তাদের
আকাশ বাতাস ভারী।
কে বাচাবে? হাত গুটিয়ে, বসে দেখে বিশ্ব
হায় পৃথিবী, এরা মানুষ! নয়রে অষ্পৃশ্য।
প্রতিটা ক্ষণ হৃদয় আমার ভাঙছে খান খান
মানুষ হয়েও মানবতার দেখছি অপমান!
প্রভু,
নামাজ পড়ে তোমার কাছে এই মিনতি করি
দয়া করে সাগর পাড়ে ভিড়াও তাদের তরী।
কষ্ট থেকে মুক্ত হয়ে ফিরে আসুক ঘরে
ফিরে আসুক মানুষগুলো সুখের বালুচরে।
বিষয়: বিবিধ
১৪৭৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফিরে আসুক মানুষগুলো সুখের বালুচরে।
...ভালো লিখেছেন।
দ্বীতিয়ত: অমানুষের মিনিং জদি মানুষের বাহিরে প্রানি হয় যেমন ছাগল,গড়ু ইত্যাদি তাহলেও অমানুষি ই বেশি
অমানুষ=মানুষ বাদে সকল প্রাণি
সাগর তাদের বাসস্থান,নৌকা তাদের 'বয়া'৷
না হইয়া মুসলমান অন্য কিছু হলে,
বিশ্বে তাদের ঠাঁই হইত মানবাধিকার বলে৷
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে....।
ksmd gfmfv hbgLs igdhfv yfgx?
মন্তব্য করতে লগইন করুন