অতি লোভের ক্ষতি অনেক
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৬ মে, ২০১৫, ০৫:৫৬:২৪ বিকাল
ওরা, একটুখানি সুখের আশায় দিচ্ছে বিদেশ পাড়ি
যাচ্ছে কোথায় কেউ জানে না ছেড়ে ঘর ও বাড়ি।
যাওয়ার পরে অত্যাচারে জীবন হারায় শেষে
বেঁচে থেকেও হয় না মানুষ ঘুরে পাগল বেশে।
যাসনে তোরা অসৎ পথে দেশের মাটি ছেড়ে
ধরা খেলেই মারা যাবি সব নিয়ে যায় কেড়ে।
অতি লোভের ক্ষতি অনেক, চলো সরল পথে
দোয়া করি আয় ফিরে আয় ছহিছালামতে।
বিষয়: বিবিধ
১৪৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশে কাজের অভাব তাই যাচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন