ফলে ফরমালিন!!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৪ মে, ২০১৫, ১২:১০:০৩ দুপুর
মধুমাসের ফলের রসে ভাসছে এখন দেশ
নানা রঙের ফলের ঝাপি দারুন পরিবেশ।
মুখে মিষ্টি হাসি নিয়ে কিনতে গেলেন ফল
ফলের লোভে জিহ্বায় যদি নেমে আসে জল
একটুখানি সবুর করেন দেখেন ভাল করে
বিষমুক্ত ফল নিয়ে, যাবেন নিজের ঘরে।
ফলের মাছি যায়না ফলে ঘোরে আশেপাশে
মানুষগুলো টাকা নিয়ে যাচ্ছে ফলের পাশে
শিশু এবং জোয়ান বুড়ো হচ্ছে ফলে বিলীন
কী খাচ্ছেন ফলের সাথে? ফলে ফরমালিন!
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছু করার থাকবে না কেন?
আমি আশাবাদী। বুঝেছেন এবার?
ভালই মজা চাখতে চাচ্ছেন
খাইলে অসুবিধা কি??
মন্তব্য করতে লগইন করুন