ফলে ফরমালিন!!!

লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৪ মে, ২০১৫, ১২:১০:০৩ দুপুর



মধুমাসের ফলের রসে ভাসছে এখন দেশ

নানা রঙের ফলের ঝাপি দারুন পরিবেশ।

মুখে মিষ্টি হাসি নিয়ে কিনতে গেলেন ফল

ফলের লোভে জিহ্বায় যদি নেমে আসে জল

একটুখানি সবুর করেন দেখেন ভাল করে

বিষমুক্ত ফল নিয়ে, যাবেন নিজের ঘরে।

ফলের মাছি যায়না ফলে ঘোরে আশেপাশে

মানুষগুলো টাকা নিয়ে যাচ্ছে ফলের পাশে

শিশু এবং জোয়ান বুড়ো হচ্ছে ফলে বিলীন

কী খাচ্ছেন ফলের সাথে? ফলে ফরমালিন!

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322182
২৪ মে ২০১৫ দুপুর ০২:১৯
রঙের মানুষ লিখেছেন : খাইতে হলে ফরমালিন খেতেই হবে। কিচ্ছু করার নেই।
২৪ মে ২০১৫ দুপুর ০৩:৫০
263280
কুশপুতুল লিখেছেন : এত হতাশ কেন আপনি?
কিছু করার থাকবে না কেন?
আমি আশাবাদী। বুঝেছেন এবার?
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৩৪
263302
হতভাগা লিখেছেন : কবিতা লিখেই আশাবাদী ! কাজে না নামলে এসব কথা মুখে মুখে বলে কি চিড়ে ভিজবে ?
322186
২৪ মে ২০১৫ দুপুর ০২:২৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ মে ২০১৫ দুপুর ০৩:৪৮
263279
কুশপুতুল লিখেছেন : শুভেচ্ছা নিন।
322213
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৩৬
হতভাগা লিখেছেন : বাংলাদেশে থেকে ফল খাবেন আর সেটা হবে ফরমালিন মুক্ত !!

ভালই মজা চাখতে চাচ্ছেন

322274
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফরমালিন নাকি বিষ নাশক!!
খাইলে অসুবিধা কি??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File