ধরেছে নাকি ভূতে!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৫ মে, ২০১৫, ০৩:৫১:০১ দুপুর
উড়াল মাঝির পুতে
হঠাৎ করে আবোল তাবোল
হাঠৎ করে ছোটে
পাড়াল লোকে বলছে এসে
ধরেছে তাকে ভূতে।
ভূতে?!
পাশের বাড়ির হরেণ চাচা
দেৌড়ে গিয়ে ভেঙ্গে মাচা
বেন্দা হাতে ছুটে এসে
পেটায় ভীষণ যুতে।
পিটনি খেয়ে তেনা তেনা
শরীর কি তোর বাপের কেনা?
এই বলেই উল্টা পেটায়
উড়াল মাঝির পুতে!
এমনি করে পিটাপিটি
হয়নি আজও মিটামিটি
অল্প তাপে জ্বলে উঠে
বসতে এবং শু'তে!!
বিষয়: বিবিধ
১৪৭৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দৌড়ে গিয়ে ভেঙ্গে মাচা
বেন্দা হাতে ছুটে এসে
পেটায় ভীষণ যুতে।
পিলাচ
ভূতের পোলার দশা দেখে তিড়িংবিড়িং ফালায়।
ওররররে আপপপি আজকের কবিতাটি দারুন হইছে।
পুতুল ভাল্লাক্সে
শরীর কি তোর বাপের কেনা?
মন্তব্য করতে লগইন করুন