'বিআর বনাম কেটিএম'

লিখেছেন লিখেছেন মিকি মাউস ২৫ মে, ২০১৫, ০৩:৫৮:৫৬ দুপুর



'নয়টার গাড়ি কয়টায় আসে' বলে বাংলাদেশে একটা প্রবাদ প্রচলিত আছে। কিছু কিছু সময় নাকি নয়টার গাড়ি আটটায় ও চলে আসে।

প্রশ্ন আসতে পারে তা কিভাবে সম্ভব...? উত্তর খুবই সহজ- আগের দিনের নয়টার গাড়ি পরদিন আটটায় আসার ফলেই তা হয়ে থাকে।



হ্যাঁ, আমি বাংলাদেশ রেলওয়ের কথাই বলছি। যা ব্রিটিশ আমল থেকে দেশের যোগাযোগ ব্যবস্থায় অবদান রেখে আসছে। সরকারি তথ্য অনুযায়ি রেল একটি 'লস প্রজেক্ট'। বিগত কয়েক বছর নয়, কয়েক দশক ধরে রেল লাভের মুখ দেখছে না।



মন্ত্রী-মিনিস্টার হোমরা-চোমরা, আমলা-কামলা অনেকেই এ রেলকে গণীমতের মালের ন্যায় লুটপাট করে নিজেদের অাখের গুছিয়েছেন।

এইতো কিছুদিন আগের কথা, নীতিবাক্য ছাড়া কথা বলেন না এমন একজনকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে তিনি ঘোষণা করেন- 'রেল কেন লাভের মুখ দেখছে না, মনে হয় কোন কালো বেড়ালের কারসাজি আছে এর পিছনে। আমি রেলের এ কালো বেড়ালকে খুঁজে বের করবো।'



কিন্তু ক'দিন পর তিনি কালো বিড়াল হিসেবে নিজেই নিজের পরিচিতি জাতির কাছে উপস্থাপন করেন।



অন্যদিকে মালয়েশিয়ার 'কেটিএম'। বাংলাদেশের রেলওয়ের মতই একটি যোগাযোগ ব্যবস্থা। এখানে নেই টিকিটের দালাল, কালোবাজারী কিংবা সংকট দেখিয়ে ৩৫০ টাকার টিকিট ৫০০ টাকায় ক্রয় করতে কর্মকর্তাদের অবৈধ আবদার।



আর বাংলাদেশের রেলগাড়ীর ন্যায় ছারপোকা, দুর্গন্ধ ও অ-স্বাস্থ্যকর পরিবেশ নেই বললেই চলে কেটিএম-এ। ঝকঝকে তকতকে পরিবেশ।



ভাড়া ফাঁকি বা বিনা টিকিটে যাত্রী হওয়ার চিন্তাও কেউ করে না। করবে কি করে, টিকিট নিয়েই স্টেশনে প্রবেশ এবং বের হতে হয়। সরকারি আয়ের প্রধান একটি মাধ্যম ও এই কেটিএম।



আজ প্রথম কেটিএম এ ভ্রমণ করে বাংলাদেশের সম্ভাবনাময় এ খাতটির কথা খুব মনে পড়ছে।

সরকার ইচ্ছে করলেই এ খাতের দুর্নীতি নিয়ন্ত্রনে এনে তাতে বিনিয়োগ করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারে।



সরকারের এমন কোন চিন্তা আছে কি এ খাতটি নিয়ে, খুব জানতে ইচ্ছে করে...



(কেটিএম-এ চড়ে হাসি মুখে মিকিমাউসের একখান নিজস্বি)

বিষয়: বিবিধ

১৯৫৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322403
২৫ মে ২০১৫ বিকাল ০৪:০৭
ইসরাফিল হোসেন লিখেছেন : সেই আশার গুড়ে বালি
২৫ মে ২০১৫ বিকাল ০৪:১৩
263526
মিকি মাউস লিখেছেন : আপনার কি রেলমন্ত্রী হইবার ইচ্ছা আছে নাকি?
322404
২৫ মে ২০১৫ বিকাল ০৪:২১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ মে ২০১৫ বিকাল ০৪:২৫
263532
মিকি মাউস লিখেছেন : তাই বুঝি, শুনে আমার ও ভালো লেগেছে।
322422
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
egypt12 লিখেছেন : চিন্তা অবশ্যই আছে আর তা হলো আরো চুরির
২৬ মে ২০১৫ সকাল ১০:৪৯
263730
মিকি মাউস লিখেছেন : ঠিক বলেছেন, দেশটা ভরে গেছে চোরে, চারদিকে শুধু চোর আর চোর।
322438
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
এলিট লিখেছেন : তুলনা করার আর জিনিস পেলেন। মালয়েশিয়ার ট্রেন সম্পুর্ন আলাদা জিনিস। আমাদের ট্রেনকে উন্নত করে তেমন করা সম্ভব নয়। ব্যাপারটা তুলনা করা যায় সোনালী ব্যাঙ্ক আর স্টান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এর সাথে। যত টাকাই খরচ করেন, সম্পুর্ন স্বর্ন দিয়ে মুড়ে দেন। এর পরেও সোনালী ব্যাঙ্ককে আপনি স্টান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের মতন বানাতে পারবেন না। ওটা জিনিসই আলাদা।
মালয়েশিয়ার মতন অমন আলাদা ধরনের ট্রেন বানানোর সাধ্য আমাদের নেই। যদি কস্ট করে ঋণ নিয়ে বানাতেও পারি সেটা টিকিয়ে রাখতে পারব না আমরা। আমাদের আছে দুর্নীতি, চুরি, গাফিলতি ও জনগনের অসতেনতা। দোষ শুধু একলা সরকারের নয়, আমাদেরও আছে। আমাদের দেশে স্টেশন ও ট্রেনের বাথরুমের অবস্থা দেখেন। ওটা সরকার নোংড়া করে না। ট্রেনের ভেতরে ময়লা করে, অকারনে ছিড়ে ফেলে, জানালা ভেঙ্গে ফেলে, ট্রেনের লাইন উপড়ে ফেলে। এগুলো জনগনই করে। মালয়েশিয়ার জনগন এমন করে না। কাজেই তারা অমন ট্রেন বানাতে ও টিকিয়ে রাখতে পারে। আমাদের সেই যোগ্যতাই নেই।
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
263582
শেখের পোলা লিখেছেন : এই লোকগুলোই যখন আবার অন্যদেশে যায় তখন ঠিকই তাদের মত ভদ্র ও সৎ হয়ে যায়৷কারণটা হল মুগুরের ভয়৷ বাংলাদেশে যা নেই৷
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
263587
এলিট লিখেছেন : কথা ঠিক - সবচেয়ে বড় সমস্যা হলঃ আইনের যথযত প্রয়োগ নেই। আপনি ঠিকই ধরেছেন।
২৬ মে ২০১৫ সকাল ১০:৫১
263731
মিকি মাউস লিখেছেন : উচ্চ মারগিও কথাবার্তা। ছোট্ট ইন্দুর কিভাবে নাক গলায় এতে।
322441
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
শেখের পোলা লিখেছেন : এখন যা আছে এক সময় এর চাইতে ভাল ছিল৷ চেষ্টা করলে আবারও অন্নতঃ কিছু উন্নত করা যায়৷ধন্যবাদ৷
২৬ মে ২০১৫ সকাল ১০:৫২
263732
মিকি মাউস লিখেছেন : ঠিক বলেছেন, ওদের ইচ্ছে নেই রেলকে উন্নত করার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File