অবিকৃত
লিখেছেন লিখেছেন egypt12 ২৫ মে, ২০১৫, ০৫:০৩:১৩ বিকাল
আমি তো কখনই তোমাকে আমার
দূর্বলতা হিসেবে চাইনি,
কিন্তু এক মুষল বৃষ্টির বিস্বাদ ভোর পেরিয়ে,
সত্যি! তোমাকে পাইনি।
.
সেই না পাওয়ার যন্ত্রনায় গুমরে কেঁদেছে এই মন-
কেঁদেছে এই সত্ত্বা,
আমার চেনা মেয়েটি তুমি নও
সে নিশ্চয় করেছে আত্মহত্যা।
.
সেই চেনা মুখ- কতবার দেখলাম! হৃদ দর্পণে-
কারণ বা অকারণে,
তবু বদলে যাওয়া তুমিকে দেখতে চাইনা-
রাখতে চাইনা স্বরণে।
.
জানি পৃথিবী অনেক স্বার্থপর, ঠিক তোমার মত-
একচুলো নয় কম,
তবু আমার পৃথিবী আমার মত-
আজো আছি সেই সে প্রিয়-তম।
.
২৪/০৫/২০১৫
বিষয়: সাহিত্য
১২২৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাখতে চাইনা স্বরণে।
রাখতে চাইনা স্বরণে।
আর কত তোমাকে নিয়ে কাটবো ঘাস
হয়তো কেউ জানে না।
আর কত তোমাকে নিয়ে হবে কবিতা উপন্যাস,
আর কত তোমাকে নিয়ে কাটবো ঘাস...
সে নিশ্চয় করেছে আত্মহত্যা।
ছ্যাঁকা খাইছেন বুঝি!
বদলে যাওয়া তুমিকে দেখতে চাওয়াই ভাল, স্বরণে না রাখাই ভাল। আর কত বদলে যাওয়ার সাথে তাল মিলাবেন......
1 + 1 + 1 + 1 (খাবার আগে) চলবে
এর সাথে Tab. Dormicum 7.5mg প্রতি রাতে ১ টা করে খাবেন শুতে যাবার ঘন্টা দুয়েক আগে - এভাবে ২-৩ সপ্তাহ। ঘুমও হবে আর টেনশনও লাঘব হবে - ইন শা আল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন