নিরামিষ জীবনের মূল্য নেই...... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৫ মে, ২০১৫, ০৫:৩০:৩৪ বিকাল
বন্ধুরা শুধু এক বার ভাবি মনকে উজার করে জীবনের উদ্দেশ্য পূরনে আমরা সচেতন আছি নাকি নেই....
জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ রূপে পূরন করতে নিজেকে পরিবর্তনের খুবই প্রয়োজন আমরা কি পারব নিজেকে পরিবর্তন করতে? নিজেদের মনের অহংকার গুলোকে একটু দমন করার চেষ্টা করি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাব সেই প্রত্যাশায়।
যারা চেষ্টা করে আল্লাহ তাদের সফলতা অর্জনের জন্য বিশেষ রহমত দান করেন, আমরা চেষ্টার পথে মনটাকে প্রসারিত করি... আল্লাহ আমাদের তৈফিক দান করুন।
মনের যত ভবনা শক্তি
কোথায় আমরা ব্যয় করি ?
ভাবনার স্রোতে ভেসে গিয়ে
ধরতে চাই আমরা কোন তরি ?
ভাবা দরকার কেন জীবন
জীবনের কিইবা উদ্দেশ্য ,
কোন স্রোতে ভেসে ভেসে
আমরা প্রতিদিন হই নিঃশ্ব ?
জীবনের উদ্দেশ্য কি জানতে
পড়তে হবে কোরআন হাদীস ,
নয়তো জীবনের সময়
গুলো হবে মূল্যহীন নিরামিষ ।
নিরামিষ জীবনের মূল্য-
নেই মোহান আল্লাহর দরবারে ,
নিরামিষ জীবনের ঠিকানা
হবে জাহান্নাম অতই আঁধারে ।
হওয়া চাই আলোকিত জান্নাতমুখী
জীবনের পরীক্ষার ফলাফল ,
আলোকিত ফলাফলের জন্য
চাই একান্ত মনের বল ।
মনকে দিতে হবে কোরআন
হাদীসের মহাঅরণ্য ,
মন যেন না হয় শয়তানের
প্রলোভনের নির্কৃষ্ট কোন পণ্য।
মনে গড়তে হবে ''দীনে ইসলাম''
যা আল্লাহর কাছে গ্রহন যোগ্য ,
কোরআন হাদীসের জ্ঞান না
থাকলে তার জ্ঞান ''মূল্যহীন'' অযোগ্য ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এলোমেলো ভাবনাগুলো পুঞ্জীভূত মেঘের আড়াল হতে অজানার বুকে ছুটে চলার প্রেরণা যোগায়...
পৃথিবীর সমস্ত কিছু একজোট হয়ে আমার রবের তরফ থেকে আশ্বাস দেয় এখনো,
আর আমি? সেই কবে থেকে করে চলেছি নফসের দাসত্ব!
জিঞ্জির-বেড়ি পরবার আগে আমার হুশ হয়তো আর ফিরবে না, ফিরবে না।
নির্কিষ্ট নয় হবে নিকৃষ্ট
পরিক্ষার নয় হবে পরীক্ষা
সময় গুলো এক লাইনে হবে
পূরন নয় পূর্ণ
আপনি বাংলা ডিকশনারীর সাহায্য নিতে পারেন, ব্লগিং করা হলো, শেখাও হলো।
কোরআন হাদিসের জ্ঞান না থাকলে কোন সফলতাই চূড়ান্ত সফলতা নয়।
জীবনের উদ্দেশ্য হলো তাগুতের পথ ছেড়ে আল্লাহর দাসত্ব করা, এই জন্যই আল্লাহ্ মানুষ সৃষ্টি করেছেন। আর ইবাদত বা আল্লাহর দাসত্ব কিভাবে করতে হবে তার পদ্ধতি কোরআন ও হাদিসে সবিস্তারে বর্ণনা রয়েছে। অতএব কোরআন হাদীসের টাসে আসতে না পারলে জীবন নিরামিষই।
তিক্ত ভাষার বন্ধু খুজে চলছি.... যিনি আমার ভুল সুধরাবে.... বিপদে আসল বন্ধুত্বের পরিচয় দেবে!!!
বিস্তারিত পরে বলছি।
মহাঅরণ্য- শব্দের অর্থ গভীর অসীম, এখানে বুঝানোর চেষ্টা কোরআন ও হাদিসের আলো।
ভুল গুলো সুধরে দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্লগিং করা হলো শিখাও হলো। শিখার জন্য প্রতিমুহুর্তে আমি অপেক্ষায় থাকি।
মন্তব্যের পরের অংশটি বাস্তবতার একটি অসাধারণ সমিকরন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইর
(রহিম ভাই, বানানের প্রতি একটু সচেতন হলে লিখার মান আরো বাড়াবে ইন শা আল্লাহ)
বানানোর প্রতি নজর দেয়ার পরামর্শটি মনের গহিন রেখে দিলাম! ইন শা আল্লাহ।
যা আল্লাহর কাছে গ্রহন যোগ্য ,
কোরআন হাদীসের জ্ঞান না
থাকলে তার জ্ঞান ''মূল্যহীন'' অযোগ্য
অনেক অনেক ভাল লেগেছে ভাইয়া ।
মনকে দিতে হবে কোরআন
হাদীসের মহাঅরণ্য ,
মন যেন না হয় শয়তানের
প্রলোভনের নির্কৃষ্ট কোন পণ্য।
চমৎকার বলেছেন। জাজাকাল্লাহু খাইর।
আপনারা এত ভাল লেখেন...আপনাদের লেখা পড়ে অনেক শিখব। ভালো লাগল।
জীবনের উদ্দেশ্য নিয়ে চমৎকার ভাবার্থমূলক কবিতার জন্য শুকরিয়া!
আসলেই কি আমরা প্রস্তুত আমাদের পরিবর্তনের জন্য ? কঠিন প্রশ্ন!
জাযকাল্লাহু খাইর!
মন্তব্য করতে লগইন করুন