বাবা...
লিখেছেন লিখেছেন মিকি মাউস ২১ জুন, ২০১৫, ০২:২৭:০৮ রাত
(গত বছর বাবা দিবসের লেখা, জাস্ট কপি করলাম...)
সকল সন্তানের কাছেই তাদের বাবা-মা দুনিয়ার সবচেয়ে ভাল মানুষ। তবে ঐশীদের মত মেয়েদের ব্যাপারে ভিন্ন কথা। তেমনি আমার বাবাও আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ।
ভাল মানুষ কেনই বা বলব না তাকে? এই তিনিই তো আমার জন্মদাতা। আমাদেরকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে তার কতটা অক্লান্ত পরিশ্রম।
নিজে অনেক কষ্ট করেছেন আমাদেরকে বুঝতে দেননি কখনও সে কষ্ট। উপার্জনকৃত অর্থের সামান্যই নিজের জন্য রেখে একসঙ্গে আমাদের ৫ ভাই বোনের পড়াশুনার খরচ চালাতেন। সংসার এবং পড়াশুনার খরচ চালাতে গিয়ে বাবা কতটা হিমশিম খেতেন তা বিশ্বাস করতাম না যদি বাবার কর্মস্থলে গিয়ে কলিগদের কথা না শুনতাম। আমাদের যাতে কষ্ট না হয় সে জন্য সকল কষ্ট তিনি হাসি মুখে বরণ করে নিতেন।
বাবার কলিগদের কথা শুনে সেদিন অনেক কেঁদেছিলাম। কিন্তু কাঁদা ছাড়া আর কিছুই করার ছিল না আমার।
অথচ তার আগে এই আমি প্রায়ই বাবাকে ফোন করে প্রয়োজনের চেয়েও অনেক বেশি টাকা পাঠাতে বলতাম। সত্যি বলছি সেদিনের পর থেকে আর কোন দিন বাবার কাছে অতিরিক্ত টাকার জন্য বায়না ধরিনি।
অথচ এই বাবাকে কখনও বলিনি বা বলা হয়ে উঠেনি- ‘বাবা তোমাকে অনেক অনেক ভালবাসি।’
আল্লাহর কাছে এ টুকুই প্রার্থনা- হে আল্লাহ, তুমি আমার বাবাকে সে সময় পর্যন্ত সুস্থভাবে বাঁচিয়ে রাখ, যেদিন আমি উপার্জন করে বাবাকে সহযোগীতা করতে পারব।
আমার বাবা (আলহাজ্ব মো. সোলাইমান মাষ্টার) বাংলাদেশ রেলওয়ের ষ্টেশন মাষ্টার ছিলেন। রিটায়ার্ড করেছেন ২০০৬ সালে। এরপর ২০১০ সালে হজ্বব্রত পালন করে বাড়িতেই অবস্থান করছেন।
বাবা দিবসের এ দিনে সকল বাবাদের প্রতি ‘স্ব-শ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা।’
দুপুর ২ টা
১৫/০৬/১৪
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু সন্তান না , সন্তানের মায়ের ভরনপোষনের জন্যও তাদের বাবা পরিশ্রম করে ।
আল্লাহ তায়ালা উভয়ের প্রতিই শ্রদ্ধাশীল হতে বলেছেন ।
মন্তব্য করতে লগইন করুন