স্বর্গ আমার মা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ জুন, ২০১৫, ১২:২৪:১৩ রাত
স্বর্গ হারানো জীবনের কেটে গেল এক বছর
নরকের যাতনা নিয়ে কতনা করছি কছর।
জানিনা কোন মোহে অজান্তে আচ্ছন্ন থাকি
হারায়ে স্বর্গ অশান্ত জীবনে থাকেই বা কি।
জমাট বাঁধা কষ্টগুলো এখন পাহাড়সম
হারায়ে স্বর্গ কষ্ট বয়ে চৌচির বক্ষ মম।
'
স্বর্গ মানে ‘আমার মা’ আজ লক্ষ যোজন দূরে
ভাসছে মা’য়ের মধুর হাসি শোক গাঁথা সুরে।
‘স্বর্গ আমার’ স্বর্গ সুখে রাখো মালিক সাঁই
দু’হাত তুলে স্বর্গ যাচি আর কিছু না চাই।
20.06.2015
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন..
মন্তব্য করতে লগইন করুন