স্বর্গ আমার মা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ জুন, ২০১৫, ১২:২৪:১৩ রাত

স্বর্গ হারানো জীবনের কেটে গেল এক বছর

নরকের যাতনা নিয়ে কতনা করছি কছর।

জানিনা কোন মোহে অজান্তে আচ্ছন্ন থাকি

হারায়ে স্বর্গ অশান্ত জীবনে থাকেই বা কি।

জমাট বাঁধা কষ্টগুলো এখন পাহাড়সম

হারায়ে স্বর্গ কষ্ট বয়ে চৌচির বক্ষ মম।

'

স্বর্গ মানে ‘আমার মা’ আজ লক্ষ যোজন দূরে

ভাসছে মা’য়ের মধুর হাসি শোক গাঁথা সুরে।

‘স্বর্গ আমার’ স্বর্গ সুখে রাখো মালিক সাঁই

দু’হাত তুলে স্বর্গ যাচি আর কিছু না চাই।

20.06.2015

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326955
২১ জুন ২০১৫ রাত ১২:২৭
সাজেদুল ইসলাম লিখেছেন : ভালো লাগলো
326972
২১ জুন ২০১৫ সকাল ০৮:২৬
হতভাগা লিখেছেন :
রাব্বির 'হাম হুমা কামা রাব্বাইয়ানি ছোয়াগিরোয়া
327009
২১ জুন ২০১৫ বিকাল ০৫:১৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হতভাগা লিখেছেন - রাব্বির 'হাম হুমা কামা রাব্বাইয়ানি ছোয়াগিরা।
আমিন..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File