- বাঘের খোলসে চাইনা ছাগ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুন, ২০১৫, ১১:৩৪:১৮ রাত
বাঘ ছিলাম থাকতে চাই ছাগল হতে চাইনা
নাসাকার এই ঐদ্ধত্ব আরতো মানা যায়না।
রাজ্জাকের হাতে শেকল বন্দী নাসাকা শিবিরে
এমন দৃশ্য দেখে তবু বাঘ ঘুমের তিমীরে।
না না চাইনা মানা যায়না এমন খোলসে বাঘ
নাফ নদীতেই সমাধী হোক চাইনা এমন ছাগ।।
কোন সে শুয়োর গেয়ে দিল ভুল বুঝাবুঝির গান
নর্দমায় সৎকার হোক সেই দেশদ্রোহী বেঈমান।
সীমান্ত ছুড়ে যে চালায় গুলি আপন ভাই এর বুকে
শেকল পরে যে বিকায় স্বাধীনতা ঘুমায় পরম সুখে।
না না চাইনা মানা যায়না এমন খোলসে বাঘ
নাফ নদীতেই সমাধী হোক চাইনা এমন ছাগ।।
গর্জে উঠুক ব্যাঘ্র আবার সেই ২০০০ সালের মতো
৬০০ চামচিকা বধ হলো তবু হয়নি কিঞ্চিত ক্ষত।
হাতে পায়ে ধরে যারা মেনেছিল হার বশ্যতা স্বীকার
ঘুমিয়ে কেন বাঘ নেই হুংকার মানা যায়না আর।
না না চাইনা মানা যায়না এমন খোলসে বাঘ
নাফ নদীতেই সমাধী হোক চাইনা এমন ছাগ।।
বিষয়: বিবিধ
১৪৩০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভিতরের বিউগল - ড্রাম হয়ে বের হোক। নয়তো এমন ছাগ চাওয়ার কিছুই নেই।
না না চাইনা মানা যায়না এমন খোলসে বাঘ
নাফ নদীতেই সমাধী হোক চাইনা এমন ছাগ।।
না না চাইনা মানা যায়না এমন খোলসে বাঘ
নাফ নদীতেই সমাধী হোক চাইনা এমন ছাগ।।
৫৭ আর্মি অফিসারকে গণহত্যায় মৃত দেখতে হবে -
দেশের দুই বাহিনীর যুদ্ধ দেখতে হবে -
দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতের অধীনে নতুন নামে বলদ ভার্শনে দেখতে হবে -
ফেলানীর লাশ ভারতীয় কাঁটা তারে ঝুলন্ত দেখতে হবে -
বিডিআর জওয়ানকে বার্মায় বন্দী দেখতে হবে -
নাফ নদীতেই সমাধী হোক চাইনা এমন ছাগ।।
দারুন!!ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন