ঠ্যালা...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৩ জুলাই, ২০১৫, ০২:৫৯:৩১ দুপুর
বুঝবি এবার ঠ্যালা...
সবাই মিলে ফূর্তি করে
ছোট্ট একটা শিশু ধরে
ভিডিও করে মেরে ফেলবি
ইচ্ছামতির খেলা?
তোরা মস্ত বাহাদুর
ইচ্ছা হলেই খাবলে ধরে বলবি চোর চোর।
লাঠি নিয়ে তাল বেতালে
গাছে বেধে ধুম পেটালে
ভয়ের ঠ্যালায় কোরাশ করে মেলাবে সবাই সুর!
না না না না,
পার পাবি না কোনো মতেই
বুঝবি এবার ঠ্যালা
ইটপাটকেল তো খেতেই হবে
যেই মেরেছিস ঢেলা!
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তক্তি গলায় ঝোলে,
এ্যাওয়ার্ড পাবে এমন কাজে,
গেলাম আমি বলে৷
০
ঐ লোক টাকা দিয়ে প্রশাসন ম্যানেজ করে , বড় বড় উকিল ও নেতা ধরে আইনের মারপ্যাঁচে বের হয়ে আসবে ।
রাজনদের ফ্যামিলির কি সেরকম টাকা আছে প্রশাসনকে ম্যানেজ করার , নেতা আছে বা তারা কি বড় বড় উকিল ধরতে পারবে ?
মন্তব্য করতে লগইন করুন