রনি সমাচার

লিখেছেন লিখেছেন রাজাকারের কন্ঠস্বর ২০ মে, ২০১৫, ০২:১৫:২৩ দুপুর

গোলাম মওলা রনি।সময়ের এক বিতর্কিত ব্যক্তিত্ব।হটাৎ করে একটি কলাম লেখেই আলোচনায় আসার একটি প্রবনতা তার আগে থেকেই।আওয়ামীলীগ থেকে বেরিয়ে এসে তিনি এখন জামায়াতের স্বঘোষিত উপদেষ্টা সেজেছেন।রাজনৈতীক বিশ্লেষক হতে গিয়ে বলে ফেলছেন অদ্ভুত সব কথা।কিন্তু আসলে এধরনের পরগাছা জাতীয় লোকেরা যে সমালোচনা করতেই ব্যাস্ত থাকে তা প্রমানিত।হয়ত কিছুদিন কারাগারে জামায়াত নেতাদের সাথে থেকে তিনি মনে করেছেন যে তিনি জামায়াতের সব কিছু জেনে গেছেন,এটি তার ভুল ধারনা।একের পরে এক অবাস্তব সব কথা লিখে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছেন রনি।তিনি বলেছেন আ'লীগ-জামায়াতের ঐক্য সময়ের ব্যাপার।আসল ২০ দলীয় জোটকে ভাঙতেই এ অপপ্রচার।

তাই অপপ্রচারদের মনে রাখা উচিৎ এ অপপ্রচারে জামায়াত শিবিরের জনপ্রিয়তা বাড়ছে বৈ কমছেনা।

বিষয়: রাজনীতি

৮৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321263
২০ মে ২০১৫ দুপুর ০৩:৩৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ওরে এখন আমার ভণ্ড মনে হয়। মুখোশধারী ভণ্ড

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File