একটি ফ্রূটিকা জুসের বিজ্ঞাপন !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২০ মে, ২০১৫, ০২:২৬:১৯ দুপুর
মাননীয় নৌ পরিবহন মন্ত্রী বলেছেন " সরকার অপহরণ করলে সালাহ উদ্দিন এত দিন বেঁচে থাকতেন না " ।
শুধু নৌ পরিবহন ছাড়া... মাননীয় মন্ত্রী অবশ্য অন্য সবকিছু ভাল ই বুঝেন !!
যাই হোক মাননীয় মন্ত্রী এই কথাটি কেন বললেন তা নিয়ে টিয়া পাখিরা অনেক ত্যানাই প্যাচাবে।
রাতের টকশোতে তা শোনার আগে , আসুন আমরা না হয় জাফর স্যারের মত সাধাসিধে ভাবে তার এই কথাটির পোষ্ট মরটেম করি ।
এই কথাটিতে দুটি সারাংশ টানা যায় !!!
(১) এই সরকার অপহরণ ও করে ।
(২) অপহরন কারীকে সরকার এতদিন বাঁচিয়ে রাখে না! মানে গুম করে ।
র এর ০০৭ তথ্যে শুনলাম এই বক্তব্য দেয়ার আগে তিনি নাকি ফ্রূটিকা জুস খেয়েছিলেন ।
ফ্রূটিকা জুসের বিজ্ঞাপন টি দেখার পর ই আমার এই জুসের প্রতি অগাধ বিশ্বাস ছিল আজ তা শ্রদ্ধায় পরিণত হল ।
তথ্য সুত্র :http://www.monitorbd.net/newsdetail/detail/200/129848
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন