প্রত্যেকটি জীবনের নিজস্ব গল্প !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৩ অক্টোবর, ২০১৬, ০৭:৪৩:১২ সন্ধ্যা
২৪ বছর বয়সী এক যুবক তার বাবার সাথে ট্রেনে বসে আছে। হঠাত করে কিছু গাছ দেখে সে শিশুসুলভ আবেগে বলে উঠল...
"বাবা !বাবা! দেখ, গাছগুলো পেছনে চলে যাচ্ছে।"
বাবা তা শুনে হেসে উঠল । মুখোমুখি বসা এক নব দম্পতি ২৪ বছরের যুবকের এই বাল্যখিল আচরন দেখে ভ্রু কোঁচকাল।
কিছুক্ষন পর যুবকটি আবার তার বাবাকে বলে উঠল
" বাবা !বাবা! দেখ...আকাশে মেঘগুলোও আমাদের সাথে ছুটে চলছে ।
এই কথা শুনে নব দম্পতি আর নিজেদের চেপে রাখতে পারলেন না । যুবকের বাবাকে বললেন...
"কিছু মনে করবেন না । আপনার উচিত আপনার ছেলেকে একজন ভাল ডাক্তার দেখানো।"
যুবকের বাবা সে কথা শুনে স্মিত হেসে বলে উঠলেন...
"জি ! ডাক্তার দেখিয়েছি । খুবই ভাল ডাক্তার । আমরা তো আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বাসায় ফিরছি । আমার ছেলে জন্মান্ধ ছিল। আজই সে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে।"
................................
পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবনের নিজস্ব একটা গল্প আছে । সেটা না জেনে শুধুমাত্র তার বাহ্যিক আচার আচরণ আর বেশ দেখে তার সম্পর্কে উপসংহারে আসাটা আসলে ঠিক নয়। অনেক ক্ষেত্রে তা মারাত্মক ভুল ।
(অনুবাদ: লিভিং. কম ওয়েবসাইট থেকে পাওয়া অনুপ্রেরণামূলক গল্পের অনুসরণে)
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন