ভারত কখনো বাংলাদেশকে প্রদেশ হিসাবে ঘোষনা করবে না!!!
লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ১৮ এপ্রিল, ২০১৪, ১১:৫৮:৩৪ রাত
বাংলাদেশ বর্তমানে ভারতের একটি অঘোষিত প্রদেশ( যেমন ভুটান), এটা বলতে আমি নারাজ!! আর ভারত কখনো বাংলাদেশকে প্রদেশ হিসাবে ঘোষনাও করবে না!!! যার ঈঙ্গিত ইতোমধ্যে পঙ্কজ সাহেব দিয়ে দিয়েছেন!! প্রদেশ করবে না কারন তাতে ভারতের জন্যই ক্ষতি!! শুধু ভারত নয় আম্লীগের জন্য ও ক্ষতি!!
প্রথমত, ভারত যদি বাংলাদেশকে প্রদেশ করে তাহলে আমাদেরকে পানির প্রাপ্য অধিকার দিতে বাধ্যহবে!
দ্বিতীয়ত, সীমান্ত হত্য বন্ধ করতে হবে!
তৃতীয়ত, হাজার হাজার কোটি টাকার রপ্তানি আয় বন্ধ হবে!
চতুর্থত, নির্বাচন হবে সুষ্ট, তাতে আম্লীগ ফেল করবে কারন ভারতের নির্বাচন কমিশন রকিব- মোবারক মার্কা নয়!
৫মত, বাংলাদেশকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারবে না!!!
ষষ্ঠম, খুন গুম বন্ধ করতে হবে ।
অষ্টমত, বিদেশি নিষেধাজ্ঞার সম্মুখীন হবে।
মুলত এই কারন গুলোর
জন্য তারা বাংলাদেশকে প্রদেশ করবে না বরং বাংলাদেশকে তারা আজীবন কলোনি করে রাখলে তাদের লাভ!! এতে করে এই সমস্যাগুলিতে তাদের পড়তে হবে না!! কিন্তু ঠিকই ডাচ- ব্রিটিশদের মত এদেশকে কুড়ে কুড়ে খাবে! বিশ্বের বুকে মাথা তুলে দাড়াতে দিবেনা!। আজ্ঞাবহ সরকার গঠন করে প্রয়োজনীয় সুবিধা নিবে!!!
বিষয়: বিবিধ
১৬১৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন