গুরু..... ( শাপলা চত্বরের ঘটনার পর লেখা )
লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ১৬ জুন, ২০১৪, ০১:০২:২৩ রাত
গুরু , তবে করলে শুরু ?
এক পা পিছিয়ে ,
মাজাটা নাচিয়ে ,
মারলে হাই কিক ?
কাদা জলে মিশিয়ে ,
হস্ত কোষ শাসিয়ে ,
ধরিল বল ,
পশ্চিম পাড়ার ফটিক ।
তাই না দেখিয়া ,
চোখ মুখ পাকিয়ে,
বাটির দিকে চলিল শফিক ।
মাঠের যতো দর্শক ,
কাটিল হর্ষক,
ঝেটিয়ে পালাইল ,
এদিক সেদিক ।
গুরু , কাঁপছে বুক দুরুদুরু ?
স্পর্শ কাতর জিনিস ,
তাই দেখে সবাই ভানিস ।
সুযোগটা ধরল ,
তিন টাকার পুলিশ ।
বন্দুকের তাক ,
পাইলনা ফাঁক,
মরল সরল ,
ঝাঁকে ঝাঁক ।
বাবা র্যাব ,
দিল শুধু খ্যাপ ।
পশ্চিম পাড়ার সাহেব ,
ছাড়িল পানির টেপ ।
বেটা বিজিবি ,
সীমান্তে কি জাবি ?
সেখানে আছে তোর বাপ ।
তোর সারা গায় এখন শুধুই পাপ ।
তাই নিয়ে গেলি ,
নিজের কথা ভুলে গেলি ?
রক্তে রঞ্জিত করলি ,
পুতলি নিষ্পাপ ।
গুরু , আর কত পাকাবি ভুরু ?
পান তামুক সাজিয়ে ,
ঢাক ঢোল বাজিয়ে ,
দাদাদের দিলি ডাক ।
ভোল ভাল পালটিয়ে ,
তীর ধনুক সাঁটিয়ে ,
নিয়ে গেল বেবাক ।
তিতা মুখ মিষ্টি ,
হয়ে গেল ইতিহাস সৃষ্টি ।
তেল তুল মাখিয়ে ,
গলা জোর হাঁকিয়ে ,
করলি আবার তার ফিরিস্তি ।
গুরু , কবে করছ শুরু ?
ব্যাগ প্যাক গুছিয়ে ,
ল্যাঠা ফ্যাটা পুঁছিয়ে ,
নিজেকে বাঁচিয়ে ,
পালাচ্ছ দাদা বাড়ি ফুঁসিয়ে ?
গুরু আর কইটা দিন ,
সুধে আসলে দিতে হবে ঋণ ।
যতই কর ছল ,
হবে না কোন ফল ,
কেড়ে নিব এবার দাদাদের বীণ ।
০৫।০৬।২০১২ ,মায়জদি , নোয়াখালী
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন