আমাদের টিভি চ্যেনেল
লিখেছেন লিখেছেন কথার_খই ১৬ জুন, ২০১৪, ১২:৫৫:০৩ রাত
আমাদের টিভি চ্যনেল গুলো
করছে কি এখন ?
তা ভাবতই নামে
মনে বেদনার দহন ।
চ্যনেলে চ্যনেলে চলছে
নাচ , গানের প্রতিযোগিতা ,
ধর্ম বিশ্বাসের বলাই নেই
যেন শয়তানের মতঅক্যতা ।
আমরা যদি হই জেনে-
শুনে শয়তানের অনুসারি ,
এই জীবনের উদ্দেশ্য
কি করে পুরন করি ?
জীবনের উদ্দেশ্য আল্লাহর কাছে গ্রহন যোগ্য-
এক মাত্র দীন ইসলামের পথে আহবান করা ,
টিভি চ্যনেল গুলো কেন দেয়
শয়তানকে প্রহরির মত পাহারা?
অতচ টিভি চ্যনেল গুলোর মালিক-
অধিকাংশই মুসলিম ,
তারা কি কখনো ভাবেনা
শয়তানকে কুশি করা হারাম ?
কেন তারা শয়তানকে খুশি করতে
প্রতিনিয়ত করছে প্রতিযোগিতা ?
তারা কি বিশ্বাস করেনা জাহান্নামের-
বর্ণনা , কোরআনের কথা ?
তারা কি জাহান্নামে যেতে-
তৈরি করছে নিজেকে প্রতিদিন ?
তারা কি করে যাবে আল্লাহর কাছে
তাদের কি নেই কোন ঋণ ?
যাদের প্রতিযোগিতা ''তারা'' ও
শয়তানের পথের প্রতিক ,
আমার একান্ত কামনা এই কথা গুলো-
তারা এক বার ভাবুক ।।
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন