ঘটনা ঘটার আগেই প্রকাশক হত্যা রহস্য উদঘাটন করলেন হানিফ...!! মনে হয় গুরুরা দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্যই মিশন নিয়েছে!

লিখেছেন লিখেছেন কথার_খই ০১ নভেম্বর, ২০১৫, ১২:৪৭:৪৪ রাত



'বিএনপি-জামায়াত ব্লগারদের উপর হামলা চালিয়েছে' - এমন দাবি করে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যারা এই ব্লগারদের উপর হামলা চালিয়েছে তারা আর কেউ নয়, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়, বিএনপি এবং জামায়াত-শিবিরের খণ্ডিত অংশ বিভিন্ন নামে এসব ঘটনা ঘটাচ্ছে। আনছারউল্লাহ বাংলা টিম, হুজি বা হরকাতুল জিহাদ বিভিন্ন নামে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।

কুষ্টিয়া শহরে নবনির্মিত জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, কাউকে হামলা করে নিহত করে এবং আহত করে পার পাওয়া যাবে না। তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে।

এসময় তিনি আরো বলেন, আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব তাড়াতাড়ি অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনবে। যাতে করে কেউ আর এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে সাহস না পায়।

বিষয়: বিবিধ

১৮৮০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348034
০১ নভেম্বর ২০১৫ রাত ০১:১৫
রক্তলাল লিখেছেন : ব্লগার হত্যায় ব্যাবহার করা ছোরা হাসিনার কোমোরেই গোজা আছে।

যতদিন না যুক্তরাষ্ট্র বলবে বাংলাদেশে জঙ্গীতে গিজগিজ করছে - জামাত-বি.এন.পি. জঙ্গী, আর হাসিনা জঙ্গী নির্মূলের একমাত্র ভরসা - ততদিন হাসিনা সরাসরি নির্দেশে এরকম খুন খারাবী করাতেই থাকবে।

০১ নভেম্বর ২০১৫ রাত ০১:১৭
288946
কথার_খই লিখেছেন : তা হতেও পারে!!!
০১ নভেম্বর ২০১৫ রাত ০২:২৫
288948
রক্তলাল লিখেছেন : লগি বৈঠা নিয়ে যাবার কথা, ছাত্রলীগকে ১০টা লাশ ফেলে দেবার জন্য, সংসদে শাপলার মৃতদের নিয়ে ঠাট্টা করা হাসিনা প্রকাশ্যেই করেছে।

এখনকার খুন খারাবি হাসিনার সরাসরি তত্ত্বাবধানে, মনিটরিংয়ে হচ্ছে এ'তে একবিন্দু সন্দেহ নাই।

এই মহিলার দাতে জিহবায় মানুষের রক্ত।

348040
০১ নভেম্বর ২০১৫ রাত ০১:৩৯
নূর আল আমিন লিখেছেন : গাঁঞ্জায় মনে হয় ফ্ৰিতে দেয়
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৪
288985
কথার_খই লিখেছেন : অসম্ভব নয়।
348044
০১ নভেম্বর ২০১৫ রাত ০৪:৩১
কাহাফ লিখেছেন : বাংলাদেশে সবচেয়ে বেশী প্রয়োজন মেন্টাল হসপিটাল নির্মাণ এবং পরিবারের দায়িত্বশীল ব্যক্তি কর্তৃক পাগলদের ওখানে চিকিৎসার জন্যে ভর্তি করা!
তা নাহলে এমন পাগলামে কথা শুনতেই হবে বারেবার!
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৫
288986
কথার_খই লিখেছেন : হ্যাঁ তাই..
348058
০১ নভেম্বর ২০১৫ সকাল ১০:৪৪
হতভাগা লিখেছেন : হানিফ মন্ত্রীত্ব পাবার জন্য আগ বাড়িয়ে এসব বলে । তারানা মন্ত্রী হয়ে যাওয়ায় তার মাথা নষ্ট হয়ে গেছে ।
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৬
288987
কথার_খই লিখেছেন : হানিফ এক খানা পাডা। কালি ম্যা ম্যা করে।
348064
০১ নভেম্বর ২০১৫ সকাল ১১:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একই রেকর্ড বাজে,কুমড়োপটাশ নাচে!!
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৬
288988
কথার_খই লিখেছেন : Rolling on the FloorWaiting
348070
০১ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৯
আবু জান্নাত লিখেছেন : পরিস্থিতি এমনই যে, গাড়ির টিউব ফুটুক আর পলিথিন ফুটুক, আওয়ার হলেই তা বি.এন.পি ও ইসলামী দলের বোমা।
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৮
288989
কথার_খই লিখেছেন : হ্যাঁ তাই......! মনে হয় ওরা করে ওরাই নাটকের নামে নাচে!!! Crying ৩২

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File