প্রজন্মের তথ্য প্রযুক্তির সেনাপতি তুমি ভেবেচিন্তে বলো......!
লিখেছেন লিখেছেন কথার_খই ১০ মার্চ, ২০১৬, ০৮:০৭:২১ রাত
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যংকে
কি করে লুটপাট হলো,
প্রযুক্তিতে প্রজন্মের সেনাপতি
তুমি ভেবেচিন্তে বলো!
প্রযুক্তিতে তোমার দৌড়াদৌড়িতো-
দেখি আমরা প্রায় সময়,
গুগল ইন্জিন তৈরির খবর দিয়ে
লাগিয়ে দিয়েছিলে ভয়।
প্রযুক্তিতে ইন্জিনিয়ার হয়ে চাকরি-
পেয়ে হয়েছ উপদেষ্টা প্রধানমন্ত্রীর,
প্রযুক্তির ব্যর্থতায় কি করে
খবর আসে কেন্দ্রীয় ব্যংক চুরির??
তথ্য প্রযুক্তির প্রসার কি তবে
প্রতিবাদী মানুষকে দমনের জন্য?
নিজের লোকদের জামাই আদর
দেখে আসছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য!
তথ্য প্রযুক্তিতে আমি
যদি হই অপরাধী,
আমার বিরুদ্ধে নেমে
এসো কেউ একজন বাদী।
প্রযুক্তির সৎ ব্যবহার না হোক
অপব্যবহার হতেতো নেই বাঁধা,
রাজনৈতিক দলের মানুষতো
চালাকচতুর সাধারণ মানুষ গাদা!!
গাদা যেমন বহন করে
যেমন তেমন বোঝা......!
সাধারণ মানুষ অন্যায় বহন
করে নিজে নিজেই রাজা।
নিজের দাবি মতে রাজা
হলে নিজের মনই রাজ্য,
যেমন চালায় তেমন চলে
ন্যায় অন্যায় নয় বিভাজ্য।
::::::::::::::::::::
নিউজ রিপোর্টের স্কৃর্নসট প্রয়োজনে লিংক দেব।
::::::::::::::::::::
বিষয়: বিবিধ
১৮৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেবা করে রক্ষা তায়!
এটাই হল তথ্য প্রযুক্তি,
আমরা করি হায় হায়৷
তবুও হচ্ছে জনগণের বস্র হরন!!
মন্তব্য করতে লগইন করুন