প্রজন্মের তথ্য প্রযুক্তির সেনাপতি তুমি ভেবেচিন্তে বলো......!

লিখেছেন লিখেছেন কথার_খই ১০ মার্চ, ২০১৬, ০৮:০৭:২১ রাত



বাংলাদেশের কেন্দ্রীয় ব্যংকে

কি করে লুটপাট হলো,

প্রযুক্তিতে প্রজন্মের সেনাপতি

তুমি ভেবেচিন্তে বলো!



প্রযুক্তিতে তোমার দৌড়াদৌড়িতো-

দেখি আমরা প্রায় সময়,

গুগল ইন্জিন তৈরির খবর দিয়ে

লাগিয়ে দিয়েছিলে ভয়।



প্রযুক্তিতে ইন্জিনিয়ার হয়ে চাকরি-

পেয়ে হয়েছ উপদেষ্টা প্রধানমন্ত্রীর,

প্রযুক্তির ব্যর্থতায় কি করে

খবর আসে কেন্দ্রীয় ব্যংক চুরির??



তথ্য প্রযুক্তির প্রসার কি তবে

প্রতিবাদী মানুষকে দমনের জন্য?

নিজের লোকদের জামাই আদর

দেখে আসছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা শূন্য!



তথ্য প্রযুক্তিতে আমি

যদি হই অপরাধী,

আমার বিরুদ্ধে নেমে

এসো কেউ একজন বাদী।



প্রযুক্তির সৎ ব্যবহার না হোক

অপব্যবহার হতেতো নেই বাঁধা,

রাজনৈতিক দলের মানুষতো

চালাকচতুর সাধারণ মানুষ গাদা!!



গাদা যেমন বহন করে

যেমন তেমন বোঝা......!

সাধারণ মানুষ অন্যায় বহন

করে নিজে নিজেই রাজা।



নিজের দাবি মতে রাজা

হলে নিজের মনই রাজ্য,

যেমন চালায় তেমন চলে

ন্যায় অন্যায় নয় বিভাজ্য।

::::::::::::::::::::

নিউজ রিপোর্টের স্কৃর্নসট প্রয়োজনে লিংক দেব।

::::::::::::::::::::

বিষয়: বিবিধ

১৮৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362101
১০ মার্চ ২০১৬ রাত ০৮:১২
শেখের পোলা লিখেছেন : বেড়ায় যদি ফষল খায়,
কেবা করে রক্ষা তায়!
এটাই হল তথ্য প্রযুক্তি,
আমরা করি হায় হায়৷
১০ মার্চ ২০১৬ রাত ০৮:২৬
300049
কথার_খই লিখেছেন : প্রযুক্তিতে এতটাকা দিচ্ছে জনগণ
তবুও হচ্ছে জনগণের বস্র হরন!!
362107
১০ মার্চ ২০১৬ রাত ০৮:৩৭
আফরা লিখেছেন : সবুর করেন ভাইয়া তথ্যবাবার কাছে নিশ্চয় খবর আছে সময় হলেই বলবে -----
১১ মার্চ ২০১৬ সকাল ০৫:৩৪
300124
কথার_খই লিখেছেন : খবর আসিবে বলে অপেক্ষায় দাড়িয়েছি পথে;Winking Rolling Eyes
362118
১০ মার্চ ২০১৬ রাত ০৯:৫৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ বাহ বাহ , কবিতার তালে তালে কি কঠিন চপেটাঘাত!
১১ মার্চ ২০১৬ সকাল ০৫:৩৪
300125
কথার_খই লিখেছেন : ধন্যবাদ! ধন্যবাদ!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File