=== চেতনা দিগম্বর ===
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১০ মার্চ, ২০১৬, ০৮:৪৫:১১ রাত
সীমান্তে যখন ফেলানীরা ঝুলে কাঁটাতারের বেড়ায়
তখন কারো চেতনার দন্ড চেতাইয়া নাহি দাড়ায়।
-
বিএসএফ ক্যাম্পে যখন নির্যাতিত আমার দেশের যুবক
তখন দেখিনা কারো চেতনায় চেতাইয়া কাঁপতে বুক।
-
ফেনিতে যখন দলীয় চেয়ারম্যান সুটকি কাবাব হয়
তখন দেখি চেতনাবাজদের চেতনা নীরব রয়।
-
বস্তা বস্তা লাশের বাহার নদীতে যখন মিলে
চেতনাবাজরা চেতনার মদ চেতাইয়া তখন গিলে।
-
পিলখানাতে মিছে বিদ্রোহে যখন সুর্য্য সেনারা মরে
মুখপুড়া ঐ চেতনাবাজদের তখন চেতনা নাহি ঝরে।
-
সিঁদুর পরিয়া প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী সাজে
তখন তো আর সাড়া মেলেনা চেতনাবাজদের মাঝে।
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেতনার কথা ছাড়ুন৷
উহারা রাণীর জাত,
উহাদের লম্বা হাত৷
ক্যামনে ওদের ছাড়ি।
মন্তব্য করতে লগইন করুন