=== চেতনা দিগম্বর ===

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১০ মার্চ, ২০১৬, ০৮:৪৫:১১ রাত

সীমান্তে যখন ফেলানীরা ঝুলে কাঁটাতারের বেড়ায়

তখন কারো চেতনার দন্ড চেতাইয়া নাহি দাড়ায়।

-

বিএসএফ ক্যাম্পে যখন নির্যাতিত আমার দেশের যুবক

তখন দেখিনা কারো চেতনায় চেতাইয়া কাঁপতে বুক।

-

ফেনিতে যখন দলীয় চেয়ারম্যান সুটকি কাবাব হয়

তখন দেখি চেতনাবাজদের চেতনা নীরব রয়।

-

বস্তা বস্তা লাশের বাহার নদীতে যখন মিলে

চেতনাবাজরা চেতনার মদ চেতাইয়া তখন গিলে।

-

পিলখানাতে মিছে বিদ্রোহে যখন সুর্য্য সেনারা মরে

মুখপুড়া ঐ চেতনাবাজদের তখন চেতনা নাহি ঝরে।

-

সিঁদুর পরিয়া প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী সাজে

তখন তো আর সাড়া মেলেনা চেতনাবাজদের মাঝে।

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362114
১০ মার্চ ২০১৬ রাত ০৯:৩০
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
300267
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
362117
১০ মার্চ ২০১৬ রাত ০৯:৫২
গাজী সালাউদ্দিন লিখেছেন : চেতনা সহজাত জিনিস, কিন্তু এটাকে যখন কিছু সময়, কিছু দল কিছু মানুষের জন্য বিরুদ্ধে দাড় করানো হয়, এবং পরিবর্তন করে রূপ দেয়া কৃত্তিমতায়, তখন তা বিশেষ বিশেষ ক্ষেত্রে জাগিয়া উঠে।
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
300268
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া জনাব।
362122
১০ মার্চ ২০১৬ রাত ১০:১৫
শেখের পোলা লিখেছেন : দারুন দারুন দারুন,
চেতনার কথা ছাড়ুন৷
উহারা রাণীর জাত,
উহাদের লম্বা হাত৷
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
300269
প্যারিস থেকে আমি লিখেছেন : চেতনাবাজ কাড়ি কাড়ি
ক্যামনে ওদের ছাড়ি।
362146
১১ মার্চ ২০১৬ রাত ০৩:২৭
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
300270
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ আপনাকে ও।
362303
১৩ মার্চ ২০১৬ সকাল ১১:৪০
হতভাগা লিখেছেন : কলিকাতা হারবালে যোগাযোগ করতে বলুন
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৭
300271
প্যারিস থেকে আমি লিখেছেন : দাদার বাড়ি কেন?
364472
০২ এপ্রিল ২০১৬ রাত ০৯:০৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চেতনা-এটা একটা ফ্যাশন।
০৪ এপ্রিল ২০১৬ সকাল ০৫:০৬
302407
প্যারিস থেকে আমি লিখেছেন : Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File