মুক্তিযুদ্ধার প্রতি এমন সম্মানের প্রতি জানাচ্ছি ধিক্কার!

লিখেছেন লিখেছেন কথার_খই ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৬:৩৪ রাত



অদ্ভুত এক সম্মান মুক্তিযুদ্ধার বড়ই অদ্ভুত, বিনা ভোটে গেড়ে বসা সংসদ সদস্য চট্টগ্রাম ১৪ এর আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদবী রাজকীয় চেয়ারে বসে আছেন। ১৯৭১এ দেশের মানুষের ভোট অধিকার, অর্থনৈতিক অধিকার, নৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজী রোখেছিলেন যুদ্ধ করেছিলেন। সেই মুক্তিযুদ্ধা দাড়িয়ে আছেন! সেই দাড়িয়ে থাকা বা অবৈধ এমপির সাথে ছবি তোলার দৃশ্যটাকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গর্ববোধ করে। সেই মুক্তি যুদ্ধার সন্তান!! বড়ই অবাক হই। ব্যক্তি নদবীকে নিয়ে বিতর্কের শেষ নেই, তিনি ছিলেন যুদ্ধঅপরাধী খ্যাত গোলাম আযমের সর্বকনিষ্ঠ জন ছবি তাই প্রমাণ করে।

মুক্তিযুদ্ধার এমন সম্মানের প্রতি ধিক্কার জানাচ্ছি। অবৈধ এমপি নদবীর ঘৃণা।

এই মুক্তিযুদ্ধার সন্তানের ফেসবুক পোস্টটি দেখুন।

তিনি ছবিটি দিয়ে লিখেন.....

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কঠিন পাথর সময়ে দলের পক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়া,

হাতেগোনা কয়েকটি নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে #আমার শ্রদ্ধেয় বাবা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুস সালাম।

এটি বার বার প্রমাণিত সত্য।

দলের অগ্নিপরীক্ষা বলা জাতীয় সংসদ নির্বাচনে,

এবারো তার ব্যতিক্রম হবেনা।

আমার শ্রদ্ধেয় বাবা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুস সালাম' রা আছে বলেই এই অঞ্চলের আনাচেকানাচে নৌকার নির্বিঘ্ন জয়ধ্বনি শোনা যায়।

তারা প্রচারণায় ফটোসেশনে ব্যস্ত থাকে না।

তারা প্রচার বিমুখ।

যার রক্তে মিসে আছে বঙ্গবন্ধুর আদর্শ,

তিনিই আমার বাবা মাষ্টার আবদুস সালাম।

তাই নৌকা নিয়ে সেলফি তুলে আওয়ামী লীগ পরিচয় দেওয়া তাঁর লাগে না।

তিনি আমাদের কাছে আওয়ামী লীগের ধারক ও বাহক,

#আমার শ্রদ্ধেয় বাবা বীর মুক্তিযোদ্ধা একমাত্র এই জনপদে নৌকার ভোট কাস্টিং এর #মাস্টার_মাইন্ড !

আমার শ্রদ্ধেয় বাবা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুস সালাম শুধু একটি নাম নয়, তরুণ প্রজন্মের কাছে আওয়ামী লীগের একজন আইকন,একটি ব্র্যান্ড।

এখানে দেখুন জামায়াতের অনুপ্রবেশকারী নদবী



তর্কে বিতর্কে নদভি

জনতার জুতা বৃষ্টিতে এমপির নদভীর পলায়ন (ভিডিওসহ)



২০১৪ সালের ৩১ জানুয়ারি রাত ৮টার দিকে লোহাগাড়ার চুনতি ঐতিহাসিক সিরাতুন্নবী মাহফিলে বক্তব্য দিতে উঠলে উপস্থিত জনগণ তাকে জুতা নিক্ষেপ করে। অবস্থা বেগতিক দেখে নদভী মঞ্চ ছেড়ে চলে যান। জানা গেছে, প্রায় ১শ’ বছর ধরে চুনতি এলাকায় ১৯ দিনব্যাপী এই সিরাতুন্নবী মাহফিল পালিত হয়ে আসছে। মাহফিলের সমাপনী দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিনের বক্তব্য শেষে নদভী বক্তব্য দিতে উঠলে উপস্থিত মুসল্লিরা হৈ চৈ শুরু করে। একপর্যায়ে এমপিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ শুরু হয়। শতাধিক জুতা তার গায়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে নদভী মঞ্চ ছেড়ে চলে যান।
ইউটিউবে দেখুন... https://youtu.be/tQthTCEkAq8

বিষয়: বিবিধ

১০৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386270
২৭ ডিসেম্বর ২০১৮ বিকাল ০৫:২৫
কুয়েত থেকে লিখেছেন : ওরাই আওয়ামীলীগ সবকিছু্ই ওরা পারে আওয়ামীলীগ বৈধকে অবৈধ করার মেশিন। এদের সাথে যারা থাকবে তারা কি করে বৈধ হয়..? ধন্যবাদ আপনাকে
২০ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ০৫:৫৯
318285
কথার_খই লিখেছেন : রাইট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File