জিন্দালাশ
লিখেছেন লিখেছেন কথার_খই ১৮ জুন, ২০১৬, ০৪:৪৯:২০ রাত

গণ গ্রেফতারের ফায়দা
লুটে নিলো ভারত,
দেখ হে জনগণ নেতারা
দেবার বেলায় কত মহৎ!!![]()
গ্রেফতার বানিজ্য না হলে
ট্রানজিট নিয়ে হতো হইচই,
জনগণ আজো বোকা বোবা
নিরব নিস্তব্ধে আমরা অন্যায় সই!![]()
আমাদের সম্পদ লুটে নিয়ে
যায় আমরা দেখেও দেখিনা,
মানবঅধিকার কমিশনারের মত
আমাদেরও এক চোখ কানা।![]()
জঙ্গি জঙ্গি খেলা খেলে
বাংলার স্বার্থ দিলো বিকিয়ে,
আমরাতো আমাদের জায়গায়
আছি নিরব ঘুমের অভিনয়ে।![]()
আমাদের ঘুম ভাঙবে যখন
উপায় থাকবে শুধু হাউহুতাশ,
দেশের স্বার্থ গেলোরে গেলো
আমরা বেঁচে আছি যেন জিন্দালাশ।
বিষয়: বিবিধ
১৬৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
বাংলাদেশীদের ব্রেইন অনেক আগে থেকেই ওয়াশড্ করে দিয়েছে । তাই কেউই প্রতিবাদ করতে আসবে না ।
এখন যা নিচ্ছে তা হলো আওয়ামী লীগের ক্ষমতা পাইয়ে দেওয়ার বিনিময়। তাও আবার ঋণ অনেক আগেই শেষ হয়েছে, এখন চলছে চক্র সূদ।
মন্তব্য করতে লগইন করুন