জিন্দালাশ
লিখেছেন লিখেছেন কথার_খই ১৮ জুন, ২০১৬, ০৪:৪৯:২০ রাত
গণ গ্রেফতারের ফায়দা
লুটে নিলো ভারত,
দেখ হে জনগণ নেতারা
দেবার বেলায় কত মহৎ!!
গ্রেফতার বানিজ্য না হলে
ট্রানজিট নিয়ে হতো হইচই,
জনগণ আজো বোকা বোবা
নিরব নিস্তব্ধে আমরা অন্যায় সই!
আমাদের সম্পদ লুটে নিয়ে
যায় আমরা দেখেও দেখিনা,
মানবঅধিকার কমিশনারের মত
আমাদেরও এক চোখ কানা।
জঙ্গি জঙ্গি খেলা খেলে
বাংলার স্বার্থ দিলো বিকিয়ে,
আমরাতো আমাদের জায়গায়
আছি নিরব ঘুমের অভিনয়ে।
আমাদের ঘুম ভাঙবে যখন
উপায় থাকবে শুধু হাউহুতাশ,
দেশের স্বার্থ গেলোরে গেলো
আমরা বেঁচে আছি যেন জিন্দালাশ।
বিষয়: বিবিধ
১৬৫৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশীদের ব্রেইন অনেক আগে থেকেই ওয়াশড্ করে দিয়েছে । তাই কেউই প্রতিবাদ করতে আসবে না ।
এখন যা নিচ্ছে তা হলো আওয়ামী লীগের ক্ষমতা পাইয়ে দেওয়ার বিনিময়। তাও আবার ঋণ অনেক আগেই শেষ হয়েছে, এখন চলছে চক্র সূদ।
মন্তব্য করতে লগইন করুন