কে দিয়েছে কে?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪৫:৫৬ বিকাল
কে দিয়েছে লাল পেটিকোড
কে দিয়েছে কে?
কে দিয়েছে শাড়ি, চুরি
আরো আইনা দে।
কে দিয়েছে হাতকাটা ব্লাউজ
দরজী বেটা চোর
সদরঘাটে রোজ দেখা পাই
রইস্যা হারামখোর।
রইস্যা হারামি নৌকার মাঝি
হিন্দি গান গায়
পেটে ভাতের লোভ দেখাইয়া
কাছে ঘেসতে চায়।
কে দিয়েছে আলতা, স্নো
কে দিয়েছে কে?
রইস্যা হারামির গিফ্ট নিমুনা
জলে ভাসায়া দে।
বিষয়: বিবিধ
৬৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন