২০১৪ সনের ন্যায় পুনঃরায় যেনতেন ভাবে নির্বাচন জয়ের যত চেষ্টা পর্ব ৩
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৩:১০:০৮ দুপুর
“ইবলিশী পরিকল্পনার”-২ টার্গেট জাতীয় পার্টি (এরশাদ)। জতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ হ’ল আদর্শগত ভাবে দুই বিপরীত মেরুর বাশিন্দা। যেখানে আওয়ামীলীগ নাস্তিক মুরদাদদের প্রতি সহঅনুভুতিশীল এবং ধর্ম নিরপেক্ষ নীতিকে ধারন করে। সেখানে এরশাদের জাতীয় পার্টি ইসলাম ধর্মের প্রতি শুধু সহঅনুভুতিশীলই নয় বরং ইসলামের জন্য কিছু কাজও করেছে। যেমন ইসলামের পবিত্র দিন হল শুক্রবার আর এই জন্য মুসলিম দেশে শুক্রবার ছুটির দিন। এই এরশাদের সময়ে বাংলাদেশে খৃস্ট ধর্মের পবিত্র দিন বাদ দিয়ে শুক্রবার ছুটির দিন ঘোষণা করা হয়। ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসাবে স্বকৃতী দেওয়া হয়। এই ধরনের একটি সম্পন বিপরীত আদর্শের দলকে বর্তমান রেজিম “ইবলিশী পরিকল্পনার” অনুসরণ করে, আইন আদালদ, জেল ফাঁসীর ভয় এবং সামান্য ক্ষমতার লোভ দেখিয়ে তাদের গোলামী দলে পরিনত করতে সমর্থ হয় এবং দরকার অনুসারে দাবার খুটীর মত ব্যাবহার করছে। কিন্তু বর্তমানে সেই অবস্থার বিশাল বিরাট পরিবর্তন ঘটেছে। বর্তমানে গণতন্ত্র বিরোধী এই রেজীমের ক্ষমতায় ফিরে আসার সম্ভবনা নাই বললেই চলে। তাই এরশাদের জাতীয় পার্টির জন্য এটাই শেষ সুযোগ এই অসহনীয় অবস্থা থেকে বের হয়ে আসার জন্য। ইসলামের পক্ষে ফিরে আসার তথা ফ্যাসিবাদের পক্ষ ত্যাগ করে গণতন্ত্র পক্ষে ফিরে আসার। তাদের মনে রাখতে হবে ৩০শে ডিসেম্বর ২০১৮, এর আগের সিদ্ধান্ত এবং ৩০শে ডিসেম্বর ২০১৮, এর পরের সিদ্ধান্ত এর মধ্য প্রার্থক্য হ’ল আসমান আর জমিন। কথায় বলে শেষ ভাল যার সব ভাল তার।
বিষয়: বিবিধ
৫৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন