হায় বেচারী!!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:৫০:৫০ দুপুর



কেন মিছে গঞ্জনা

নাচে ভাল অঞ্জনা

ঝুমুর পায়ে ছলাত ছলাত

যেন পাখি খঞ্জনা।

পাড়ার ছেলে রইস্যা

যাত্রাপালায় বইস্যা

অঞ্জনার নাচ দেখে

লালা ঝরে খইস্যা।

হায় ব্যাচারি অজ্ঞনা

করতে মনো রঞ্জনা

রইস্যা টানে শাড়ি, ব্লাউজ

লাঞ্চনা আর বঞ্চনা।

বিষয়: বিবিধ

৫৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File