......হ্যা ভাই আমি তাবলিগ জামায়াতের কথা বলছি !!
লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ২৩ মে, ২০১৪, ১২:২৪:৫৭ রাত
নিজেদের কে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হিসাবে দাবি করলেও একটা বিশেষ অধর্মীয় বা বলা চলে ধর্ম বিদ্বেষী রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে ওরা কখনোই বের হয়ে আসতে পারেনি!! অনেকেই তাদের কে ঐ রাজনৈতিক দলের অংগসংগঠন বলেও মনে করে!! তার পরও আমার শ্রদ্ধা ছিলো তাদের প্রতি, সত্যি কথা বলতে এখনো তাদের অনেক ভাইকে দেখলে শ্রদ্ধায় বিনম্র হয়!কলেজ লাইফে অনেক হিস্রতা যে দেখিনি তা নয়, এই হিস্রতার অংশিদার অনেক ক্ষেত্রে তারাও ছিল!!যদিও তাদের কিছু ভাইয়ের আচারন ছিল প্রসংশা(!) করার মতন যেমন, গনজারন মনচের প্রগ্রামে অনেকেই আপু মনিদের সাথে ফাসি চাই স্লোগানে হাসাপতাল প্রাঙ্গন মাতিয়েছে , আল্লামা শফির শাপলা চত্বরের প্রোগ্রাম কে বুড়ি আঙ্গুল দেখিয়ে দাওয়াতি কাজ করেছে!! সবচেয়ে প্রসংশার কাজ তারা যেটা করেছে সেটা হল অরাজনৈতিক ক্যাম্পাসে রাজনৈতিক পুষ্পবাষ্পআনাতে অনেক ভাই ই প্রত্যক্ষ সহযোগীতা করেছে!! রাজাকারের বংশধরদের (!) পরিক্ষার আগে হল থেকে বাইর করতে সহযোগীতা করে আরো বড় একটা পূর্ন্যের কাজ করেছে!!
যদিও হলুদে ভরা বাংলাদেশের মিডিয়া গুলোর কথা বিশ্বাস করতে ভয় হয় তার পরেও যদি কথাটা সত্য হয় তাহলে আমি যে সামন্য হলেও অখুশি হবো তা বলা বাহুল্য, আর তা হলো ঐঅরাজনৈতিক ইসলামী সংগঠনের আমির কর্তিক ২০০ কোটি টাকা আত্নসাধের ঘটনা!! শুধু তাই নয় ঐ ঘটনায় মারা মারি এবং আহত হওয়া, পক্ষে বিপক্ষে লিফলেট বিরতন,মামলা ইত্যাদি সত্যিই দুংখজনক!!
......হ্যা ভাই আমি তাবলিগ জামায়াতের কথা বলছি !!
বিষয়: বিবিধ
১৫৯৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন