বাংলাদেশে চাকরি পাবার সব চেয়ে সহজ উপায় সমু্হ!!!! জেনে নিন !
লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ০৬ আগস্ট, ২০১৪, ০৫:২৯:২৭ বিকাল
মেডিকেলে ভর্তি হবার আগে ঢাকা বিশ্বকিদ্যালয়ে কিছু দিন পড়ালেখার সুযোগ হয়েছিল! ফলে মোটামুটি অনেক গুলো খুব ভালো বন্ধু রয়েছে সেখানে! যদিও এতোদিন অনেকেরই সাথে যোগযোগ ছিল না কিন্তু ঢাকা আসার পর এবং ফেসবুকের বদলতে নতুন করে অনেকের সাথে যোগাযোগ স্থাপন হয়েছে! সেদিন হঠাৎ এক বন্ধুর সাথে দেখা, আলাপ চারিতার পর জিগালাম এখন কি করছিস , কোথায় আছিস? বলল, দোস্ত কিছুই করছি না!
আমি বললাম, বিসিএস দিস নাই? বলল দিছিলাম হয়নি! তো পড়ালেখা কি কিছু করছি? বলল, না! পড়ালেখা ছেড়ে দিয়েছি! কেন? বলল, পড়ে কি হবে! চাকরি যাদের হবে তাদের আগে থেকেই ঠিক হয়ে যাই! আমি বললাম,কেমনে? ও তখন বলা শুরু করলো চাকরি পাবার সহজ উপায় সমূহ ! চাকরি পাবার জন্য বিভিন্ন উপায় তোর সাধ্যের মধ্যে বেচে নিতে হবে !
সিস্টেম এক ; এমসিকিউ পরিক্ষার ১০- ১৫ মিনিটের ভিতর তোর কাছে সেট কোডসহ উত্তর মেসেজ করা হবে কিন্তু মোবাইল তুই কিভাবে নিয়ে ঢুকবি সেটা তোর ব্যাপার! এতে তোর সবচেয়ে কম খরচ পড়বে।
সিস্টেম দুই ; তুই মোবাইল নিয়ে ঢুকলেও হলের স্যারেরা তোরে কিছু বলবেনা বরং উদ্ধতন কেও আসলে তোকে আগেই জানিয়ে দিবে আর উত্তর তুই পেয়ে যাবি ২০ মিনিটেরভিতর । এক্ষেত্রে তোর টাকা আগের চেয়ে বেশি লাগবে কারন হলের স্যারেদের ম্যানেজ করে তো তাই।
সিস্টেম তিন ; তুই গিয়ে শুধু পরিক্ষাতে এটেন্ড করবি আর বাদবাকি ওরাই করবে ! পরিক্ষার হলের বাইরে তোর পরিক্ষা আরএকজন দিবে এবং খাতা বাধার সময় ঐটা ঢুকায়ে দিবে! সেক্ষেত্রেতোকে আরো বেশি টাকা গুনতে হবে কারন ওরা হল ম্যানেজ করবে, যারা খাতা বাধা কাজে থাকে তাদের ম্যানেজ করবে ইত্যাদি ।
এগুলো হলো তোর প্রিলি আর রিটেন টিকার সিস্টেম কিন্তু তুই যদি চাকরি পাইয়ে দিতে বলিস তাহলে তোকে ঢের বেশি খরচ করতে হবে। সেক্ষেত্র তোর চার নম্বর সিস্টেম পর্যন্ত যেতে হবে!
সিস্টেম চার; তোর ভাইভা কার্ড আসার পর জাস্ট তুই গিয়ে এটেন্ড করে আসবি। বাদ বাকি ওরাই করবে! তুই জয়েন্ট করে আসবি!
মনোযোগ দিয়ে ওর কথা শুনলাম , তারপর বলল, তা তুই এখনো বেকার বসে কেন? ও বলল,দোস্ত এসব তো শুনেছি কিন্তু লাইন বের করতে পারছি না! এগুলো প্রচন্ড চালাকসিন্ডিকেট, সহজে ধরা যাই না! আর সত্য কথা বলতে কি, প্রচন্ড হতাশার ভিতর ,তাই পড়া লেখা ছেড়ে দিয়েছি।
আমি বললাম, হতাশা শুধু হতাশা বাড়ায় আর এসব আয়ুল ফায়ুল সিস্টেম না খুজে পড়া লেখা কর আল্লাহর রহমতে একটা ব্যাবস্থা হয়ে যাবে ........
আসলে কি হবে ???????
বিষয়: বিবিধ
২৪৫৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই আগে থেকেই রেডী হোন ...
এটাই বাস্তব! শিক্ষা গ্রহণ করুন এ থেকে, গড়ে তুলুন সেরকম মানসিকতা! নয়তো অনেক উপার্জনের উপায় থাকা সত্ত্বেও মনোঃকষ্টে বেকার পড়ে থেকে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবেন।
আর যদি উচ্চ-বিত্তের সন্তান হয়ে থাকেন, তবে কাটিয়ে দিতে পারবেন সময় – আরামেই!
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কাছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
মন্তব্য করতে লগইন করুন