বাংলাদেশে চাকরি পাবার সব চেয়ে সহজ উপায় সমু্‌হ!!!! জেনে নিন !

লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ০৬ আগস্ট, ২০১৪, ০৫:২৯:২৭ বিকাল

মেডিকেলে ভর্তি হবার আগে ঢাকা বিশ্বকিদ্যালয়ে কিছু দিন পড়ালেখার সুযোগ হয়েছিল! ফলে মোটামুটি অনেক গুলো খুব ভালো বন্ধু রয়েছে সেখানে! যদিও এতোদিন অনেকেরই সাথে যোগযোগ ছিল না কিন্তু ঢাকা আসার পর এবং ফেসবুকের বদলতে নতুন করে অনেকের সাথে যোগাযোগ স্থাপন হয়েছে! সেদিন হঠাৎ এক বন্ধুর সাথে দেখা, আলাপ চারিতার পর জিগালাম এখন কি করছিস , কোথায় আছিস? বলল, দোস্ত কিছুই করছি না!

আমি বললাম, বিসিএস দিস নাই? বলল দিছিলাম হয়নি! তো পড়ালেখা কি কিছু করছি? বলল, না! পড়ালেখা ছেড়ে দিয়েছি! কেন? বলল, পড়ে কি হবে! চাকরি যাদের হবে তাদের আগে থেকেই ঠিক হয়ে যাই! আমি বললাম,কেমনে? ও তখন বলা শুরু করলো চাকরি পাবার সহজ উপায় সমূহ ! চাকরি পাবার জন্য বিভিন্ন উপায় তোর সাধ্যের মধ্যে বেচে নিতে হবে !

সিস্টেম এক ; এমসিকিউ পরিক্ষার ১০- ১৫ মিনিটের ভিতর তোর কাছে সেট কোডসহ উত্তর মেসেজ করা হবে কিন্তু মোবাইল তুই কিভাবে নিয়ে ঢুকবি সেটা তোর ব্যাপার! এতে তোর সবচেয়ে কম খরচ পড়বে।

সিস্টেম দুই ; তুই মোবাইল নিয়ে ঢুকলেও হলের স্যারেরা তোরে কিছু বলবেনা বরং উদ্ধতন কেও আসলে তোকে আগেই জানিয়ে দিবে আর উত্তর তুই পেয়ে যাবি ২০ মিনিটেরভিতর । এক্ষেত্রে তোর টাকা আগের চেয়ে বেশি লাগবে কারন হলের স্যারেদের ম্যানেজ করে তো তাই।

সিস্টেম তিন ; তুই গিয়ে শুধু পরিক্ষাতে এটেন্ড করবি আর বাদবাকি ওরাই করবে ! পরিক্ষার হলের বাইরে তোর পরিক্ষা আরএকজন দিবে এবং খাতা বাধার সময় ঐটা ঢুকায়ে দিবে! সেক্ষেত্রেতোকে আরো বেশি টাকা গুনতে হবে কারন ওরা হল ম্যানেজ করবে, যারা খাতা বাধা কাজে থাকে তাদের ম্যানেজ করবে ইত্যাদি ।

এগুলো হলো তোর প্রিলি আর রিটেন টিকার সিস্টেম কিন্তু তুই যদি চাকরি পাইয়ে দিতে বলিস তাহলে তোকে ঢের বেশি খরচ করতে হবে। সেক্ষেত্র তোর চার নম্বর সিস্টেম পর্যন্ত যেতে হবে!

সিস্টেম চার; তোর ভাইভা কার্ড আসার পর জাস্ট তুই গিয়ে এটেন্ড করে আসবি। বাদ বাকি ওরাই করবে! তুই জয়েন্ট করে আসবি!

মনোযোগ দিয়ে ওর কথা শুনলাম , তারপর বলল, তা তুই এখনো বেকার বসে কেন? ও বলল,দোস্ত এসব তো শুনেছি কিন্তু লাইন বের করতে পারছি না! এগুলো প্রচন্ড চালাকসিন্ডিকেট, সহজে ধরা যাই না! আর সত্য কথা বলতে কি, প্রচন্ড হতাশার ভিতর ,তাই পড়া লেখা ছেড়ে দিয়েছি।

আমি বললাম, হতাশা শুধু হতাশা বাড়ায় আর এসব আয়ুল ফায়ুল সিস্টেম না খুজে পড়া লেখা কর আল্লাহর রহমতে একটা ব্যাবস্থা হয়ে যাবে ........

আসলে কি হবে ???????

বিষয়: বিবিধ

২৪৫৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251549
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
সাদাচোখে লিখেছেন : যে বন্ধু আপনাকে আদোপান্ত ৪টি সিস্টেমের কথা কোন ভুল না করে বলে দিলেন - সে চাকুরী না খুজে ঐ মাথাটা খাটিয়ে ব্যবসা শুরু করলে নিঃসন্দেহে অনেক ভাল করবে, ইনশাল্লাহ্‌। পড়ার বয়স বা ইয়ার লস হয়ে গেলে ব্যবসা করতে বলুন। ধন্যবাদ।
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:২০
195714
আব্দুল আজিজ এম আল সাইফ লিখেছেন : বলা যতোটা সহজ করা ততোটা সহজ না ! আমি যতোটা বলেছি কিংবা শুনেছি তার প্রমান আমি না দিতে পারলেও সময় এখন এমনই চলছে!!
251550
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১২
কাজি সাকিব লিখেছেন : খাইছে!
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:২৩
195717
আব্দুল আজিজ এম আল সাইফ লিখেছেন : অবস্থা এর চেয়ে খারাপ সম্ভাবত!
251556
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যই এই অবস্থা।
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:২৪
195718
আব্দুল আজিজ এম আল সাইফ লিখেছেন : হুম.....
251568
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
ফেরারী মন লিখেছেন : কাজি সাকিব লিখেছেন : খাইছে!
251570
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০১
আফরা লিখেছেন : ফেরারী মন লিখেছেন : কাজি সাকিব লিখেছেন : খাইছে!
251627
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:২৪
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : আমি মনে করি এগুলোর পিছনে না ঘুরে, আল্লাহর উপর আস্তা রেখে মন দিয়া পড়াশোনা করলে চাকরি হবে
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৪
195734
আব্দুল আজিজ এম আল সাইফ লিখেছেন : আশা করা যায় ! না হলেও আল্লাহ উপর ভরসা করা উচিত।
251629
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:২৬
আব্দুল আজিজ এম আল সাইফ লিখেছেন : আস্তে আস্তে অবস্থা খারাপ ছারা ভালো হবার কোনো সম্ভাবনা দেখি না ! আর সত্যি কথা বলতে অবস্থা হয়তো এর চেয়ে খারাপ !!!!!
251631
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:২৯
বুড়া মিয়া লিখেছেন : লেখা-পড়া শেষে বড় একটা সার্টিফিকেট নিয়ে যখন নিজেকে সম্মানিত ভাববেন এবং সাথে পেতে চাবেন ভালো একটা সম্মানী; তখন পাবেন সম্মানীর বদলে ভালো একটা মজুরী চাকরগিরির বদলে – থাকবে না কোন সম্মান!

তাই আগে থেকেই রেডী হোন ...
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৪
195736
আব্দুল আজিজ এম আল সাইফ লিখেছেন : আমারো তাই মনে হয় !!!
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৪
195737
আব্দুল আজিজ এম আল সাইফ লিখেছেন : আমারো তাই মনে হয় !!!
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৫২
195746
বুড়া মিয়া লিখেছেন : মনে হওয়ার কিছু নাই!

এটাই বাস্তব! শিক্ষা গ্রহণ করুন এ থেকে, গড়ে তুলুন সেরকম মানসিকতা! নয়তো অনেক উপার্জনের উপায় থাকা সত্ত্বেও মনোঃকষ্টে বেকার পড়ে থেকে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবেন।

আর যদি উচ্চ-বিত্তের সন্তান হয়ে থাকেন, তবে কাটিয়ে দিতে পারবেন সময় – আরামেই!
251711
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৫০
সজল আহমেদ লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কাছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File