একটি গল্প। আমি নিশ্চিত ইন্সপায়ারড হওয়ার মত কিছু নেই এই গল্পে। কিন্তু পড়লে কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন।
লিখেছেন লিখেছেন আহ জীবন ০৬ আগস্ট, ২০১৪, ০৭:১২:২৯ সন্ধ্যা
অনেকেই গল্প প্রকাশ করেন। খুব ভালো ও লাগে।
অনুপ্রাণিত হইয়া আমিও এক খানা পোস্ট করিলাম।
গল্পটা ছোট কিন্তু আমি আমার মত রম্য করিয়া লিখিলাম। ইহাতে কিঞ্চিত বড় হইতে পারে।
গল্পটা কিন্তু একটা অস্ত্র।
একদা এক রাজা তাহার মাথায় একটা অদ্ভুত চিন্তা খেলিয়া গেল। যেই চিন্তা সেই কাজ। কাহারও সাথে কোন পরামর্শ না করিয়া রাজদরবার হইতে সমস্ত রাজ্যে ঘোষণা করিয়া দিলেন “যে বেক্তি আমাকে বুঝাইয়া বলিতে পারিবে যে সূর্যের চার পাশে পৃথিবী ঘুরে তাহার সাথে আমি আমার কন্যাকে বিবাহ দিবো এবং রাজ্যের অর্ধেক জায়গীর প্রদান করিব।” রাজা রাজ দরবার হইতে ফিরিয়া যেই অন্দর মহলে প্রবেশ করিলেন অমনি রানীর বাক্য কামানের মুখে পড়িলেন। রানী বলিলেন ওহে প্রাণাধিক স্বামী আপনি নাকি রাজ্যে এক খানা ঘোষণা প্রদান করিয়া আসিয়াছেন, আপনি কি জানেন না ইহার উত্তর কত সহজ? আপনার কি একবার ও আপনার কলিজার টুকরো কন্যার ভবিষ্যতের কথা মনে হইল না? আপনার কি একবারও মনে হইল না ইহা অতি সহজ এক খানা উত্তর যাহা রাজ্যের সাত বছরের এক খানা বাচ্ছা ও দিতে পারিবে? আপনি জেনে শুনে কেন নিজের কন্যার এতো বড় সর্বনাশ করিলেন। রানীর দুশ্চিন্তায় মাথা নুইয়ে যাওয়ার অবস্থা। মনে মনে ভাবিতেছেন হায় প্রাণাধিক স্বামী আমার ইহা কি করিল। এখন তো মনে হইতেছে আমার কন্যার উপর দিয়া “রহিম রুপবানের দ্বিতীয় কিস্তি যাইবে”। রানীর নুইয়ে পড়া অবস্থা দেখিয়া রাজা কহিলেন “ওহে প্রাণাধিকা তুমি মাথা তোল আমি বাবা হইয়া জেনে শুনে কন্যার প্রতি এই রকম অবিচার করিতে পারিনা। ” রানী কহিলেন “তবে আপনি কেন এই ধরনের ঘোষণা প্রদান করিলেন?” রাজা কহিল “ শোনো প্রাণাধিকা এটা খুব সহজ একটা বিষয়। তুমি ভাব যদি যে বিজ্ঞানী আবিস্কার করিয়াছে সূর্যের চার পাশে পৃথিবী ঘুরে তিনি আসিয়াও যদি প্রমান সহকারে আমাকে প্রমান করিয়া দেন আর আমি যদি বলি আমি কিছু বুঝি নাই তবে কার সাধ্য আছে আমাকে বুঝায়।”
রানী নিশ্চিন্ত।
বিষয়: বিবিধ
১৬০১ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটু আগে আম্নেই তো শিখাইলেন মনে অই এঈডা?!!
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কাছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
ইয়া আল্লাহ সজল ভাইয়ের মায়ের জন্য জন্য যে ফয়সালা করে রেখেছেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমরা চাই উনাকে আপনি সুস্থতা দান করুন।
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
এই যেমনঃ রমজান মাস উপলক্ষ্যে আমরা খুব ভালো একটি আলোচনা করলাম। অথচ সেটা একটা সুন্দর সিস্টেমে যেন করা যায় সেজন্য মডু মামাকে কতজন কত পরামর্শ দিলেন। আর মডু মামা? তিনি চোখে কালো পট্টি বেঁধে চুপ করে রইলেন। যেন ওসব প্রস্তাবের কোনো কিছুই তিনি দেখেননি। হ্যাঁ না কোনো কিছুই বললেন না।
ধন্যবাদ, আহ জীবন ভাই। ব্যস্ততার জন্য বাঁশটা ঝুড়ে দিতে পারেননি বলে ভালোই হলো।
মন্তব্য করতে লগইন করুন