একটি গল্প। আমি নিশ্চিত ইন্সপায়ারড হওয়ার মত কিছু নেই এই গল্পে। কিন্তু পড়লে কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন।

লিখেছেন লিখেছেন আহ জীবন ০৬ আগস্ট, ২০১৪, ০৭:১২:২৯ সন্ধ্যা

অনেকেই গল্প প্রকাশ করেন। খুব ভালো ও লাগে।

অনুপ্রাণিত হইয়া আমিও এক খানা পোস্ট করিলাম।

গল্পটা ছোট কিন্তু আমি আমার মত রম্য করিয়া লিখিলাম। ইহাতে কিঞ্চিত বড় হইতে পারে।

গল্পটা কিন্তু একটা অস্ত্র।

একদা এক রাজা তাহার মাথায় একটা অদ্ভুত চিন্তা খেলিয়া গেল। যেই চিন্তা সেই কাজ। কাহারও সাথে কোন পরামর্শ না করিয়া রাজদরবার হইতে সমস্ত রাজ্যে ঘোষণা করিয়া দিলেন “যে বেক্তি আমাকে বুঝাইয়া বলিতে পারিবে যে সূর্যের চার পাশে পৃথিবী ঘুরে তাহার সাথে আমি আমার কন্যাকে বিবাহ দিবো এবং রাজ্যের অর্ধেক জায়গীর প্রদান করিব।” রাজা রাজ দরবার হইতে ফিরিয়া যেই অন্দর মহলে প্রবেশ করিলেন অমনি রানীর বাক্য কামানের মুখে পড়িলেন। রানী বলিলেন ওহে প্রাণাধিক স্বামী আপনি নাকি রাজ্যে এক খানা ঘোষণা প্রদান করিয়া আসিয়াছেন, আপনি কি জানেন না ইহার উত্তর কত সহজ? আপনার কি একবার ও আপনার কলিজার টুকরো কন্যার ভবিষ্যতের কথা মনে হইল না? আপনার কি একবারও মনে হইল না ইহা অতি সহজ এক খানা উত্তর যাহা রাজ্যের সাত বছরের এক খানা বাচ্ছা ও দিতে পারিবে? আপনি জেনে শুনে কেন নিজের কন্যার এতো বড় সর্বনাশ করিলেন। রানীর দুশ্চিন্তায় মাথা নুইয়ে যাওয়ার অবস্থা। মনে মনে ভাবিতেছেন হায় প্রাণাধিক স্বামী আমার ইহা কি করিল। এখন তো মনে হইতেছে আমার কন্যার উপর দিয়া “রহিম রুপবানের দ্বিতীয় কিস্তি যাইবে”। রানীর নুইয়ে পড়া অবস্থা দেখিয়া রাজা কহিলেন “ওহে প্রাণাধিকা তুমি মাথা তোল আমি বাবা হইয়া জেনে শুনে কন্যার প্রতি এই রকম অবিচার করিতে পারিনা। ” রানী কহিলেন “তবে আপনি কেন এই ধরনের ঘোষণা প্রদান করিলেন?” রাজা কহিল “ শোনো প্রাণাধিকা এটা খুব সহজ একটা বিষয়। তুমি ভাব যদি যে বিজ্ঞানী আবিস্কার করিয়াছে সূর্যের চার পাশে পৃথিবী ঘুরে তিনি আসিয়াও যদি প্রমান সহকারে আমাকে প্রমান করিয়া দেন আর আমি যদি বলি আমি কিছু বুঝি নাই তবে কার সাধ্য আছে আমাকে বুঝায়।”

রানী নিশ্চিন্ত।

বিষয়: বিবিধ

১৬০১ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251583
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
আফরা লিখেছেন : ইহা দ্বারা কি বুঝাইতে চাইলেন ভাইয়া আমি কিন্তু তাহা বুঝি নাই ভাইয়া..........।
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
195688
আহ জীবন লিখেছেন : জেগে জেগে যে ঘুমায় তাকে কি ঘুম থেকে উঠাতে পারবে?
251584
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
দিশারি লিখেছেন : আহা!... এটা তো শুধু গল্পই নয়, সাথে যেন কয়েকটা চড়-থাপ্পড়ও ।
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
195685
আহ জীবন লিখেছেন : হা হা হা হা হা হা। আপ্নে বুইজ্জালচেন। আপ্নারে ধইন্না পাতা।
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
195692
দিশারি লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand
251597
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
কাজি সাকিব লিখেছেন : জেগে জেগে যে ঘুমায় তাকে কি ঘুম থেকে উঠাতে পারবে?এই মোরালটা কি বুদ্ধিমানদের জন্য উহ্য রেখেছেন? Unlucky
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
195694
আহ জীবন লিখেছেন : হ্যাঁ। মহা বুদ্ধিমানদের জন্য।
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:০৩
195702
কাজি সাকিব লিখেছেন : ভাগ্যিস আজ সন্ধ্যেয় কিছু বুদ্ধী ধার করে এনেছিলাম নচেত কমেন্টসে থাকা মোরালটাও বুঝতাম না!Happy Happy Happy
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:১২
195705
আহ জীবন লিখেছেন : উ--হু ধার করা বুদ্ধি গুলো চেক করে আনা দরকার ছিল আপনার।
251603
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:০০
195699
আহ জীবন লিখেছেন : আপনার আগমন ও ভালো লাগা আমার ও ভালো লাগলো।
251640
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চমত্কার গুতানি পোস্ট ,,ধন্যবাদ ভাইয়া
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৮
195741
আহ জীবন লিখেছেন : আপ্নেও বুইজ্জালচেন। মনে করছিলাম না বুঝলে পরে একখানা পোস্ট দিমু। তা আর হইল না।
০৬ আগস্ট ২০১৪ রাত ০৯:০২
195758
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পোস্ট দিলে ভালো হয় ,,পোস্ট দেবেন বলে আশা করি
251669
০৬ আগস্ট ২০১৪ রাত ০৯:২১
চিরবিদ্রোহী লিখেছেন : At Wits' End At Wits' End At Wits' End It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me!
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৫১
195872
আহ জীবন লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking <:-P <:-P <:-P <:-P <:-P <:-P
251677
০৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৪০
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : আমি কিন্তু বুঝিনাই, আন্নে যতই চেষ্টা তদবির করেন না কেন আমি বুঝুম না।

একটু আগে আম্নেই তো শিখাইলেন মনে অই এঈডা?!!
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৫৩
195874
আহ জীবন লিখেছেন : মোর আর খাই দাই কোন কাম নাই তো। নিজের খাই বনের মোষ তারামু।
251708
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৪৬
সজল আহমেদ লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কাছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৪৯
195871
আহ জীবন লিখেছেন : ভাই মায়ের জন্য দোয়া করবনা কার জন্য করব। মুসলমান মুসলমানের ভাই। আপনার মা আমার ও মা।
ইয়া আল্লাহ সজল ভাইয়ের মায়ের জন্য জন্য যে ফয়সালা করে রেখেছেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমরা চাই উনাকে আপনি সুস্থতা দান করুন।
০৭ আগস্ট ২০১৪ রাত ০১:৩৭
195896
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহি রব্বিল আলআমিন !
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !

[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
251735
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:০৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মানে.... আমি বুঝতে চাইনা.... আমারে বুজাবার কেডা আছে?
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:৫৬
195876
আহ জীবন লিখেছেন : আপনে ও তো আমারে বুজাইতে পারলেন না। :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking
১০
255172
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৪
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুবই বাস্তব কথা। কেউ বুঝতে না চাইলে ক্যামনে বুঝাইবেন?

এই যেমনঃ রমজান মাস উপলক্ষ্যে আমরা খুব ভালো একটি আলোচনা করলাম। অথচ সেটা একটা সুন্দর সিস্টেমে যেন করা যায় সেজন্য মডু মামাকে কতজন কত পরামর্শ দিলেন। আর মডু মামা? তিনি চোখে কালো পট্টি বেঁধে চুপ করে রইলেন। যেন ওসব প্রস্তাবের কোনো কিছুই তিনি দেখেননি। হ্যাঁ না কোনো কিছুই বললেন না।

ধন্যবাদ, আহ জীবন ভাই। ব্যস্ততার জন্য বাঁশটা ঝুড়ে দিতে পারেননি বলে ভালোই হলো।
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৪
198934
আহ জীবন লিখেছেন : আসলে আমি এটা লিখেছি নাস্তিকদের উদ্দেশে। সব নাস্তিক না। কিছু নাস্তিক খুচিয়ে মজা পান, কেউ যুক্তির উপর যুক্তি দিয়ে উপরে থেকে, কেউ বিরধিতার জন্য বিরোধিতা করে। ওদের জন্যই এই লেখা।
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১০
198972
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : অনুমান করেছিলাম।
১১
255699
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:৩০
মামুন লিখেছেন : চমৎকার পোষ্ট। এটা একেবারে স্বৈরতান্ত্রিক মনোভাব। আমাদের আশেপাশে হরহামেশা এখন এটার আধিক্যই বেশী দেখছি। ধন্যবাদ আপনাকে।
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:৫২
199337
আহ জীবন লিখেছেন : এটা একেবারে স্বৈরতান্ত্রিক মনোভাব। এক্কেবারে ঠিক কথা বলেছেন।
১২
255708
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:৫২
আহ জীবন লিখেছেন : এটা একেবারে স্বৈরতান্ত্রিক মনোভাব। এক্কেবারে ঠিক কথা বলেছেন।
১৯ আগস্ট ২০১৪ রাত ১২:০৩
199341
মামুন লিখেছেন : আপনাকে আবারো ধন্যবাদ, ভালো থাকবেন।
১৩
257097
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck Good Luck Rose Rose
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪২
200786
আহ জীবন লিখেছেন : ব্লগ বাড়িতে চিহ্ন রেখে যাওয়ায় খুশি হলাম। যাজাকাল্লাহু খাইর। ভালো থেকো।
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৮
200787
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসলে .... তোমার এ লেখাটা পাবলিশ করার পর পরই পড়েছিলাম..... তখন মন্তব্য করতাম না কোন ব্লগে। তাই এতদিন পরে এসে ..... একটু জানান দিলুম আহ্ মণিকে Rolling Eyes Angel

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File