ব্লগার বোন আফরার জন্য। (শুধু আফরা নয় সব ব্লগার ভাই বোনদের ও নিজের জন্য। )
লিখেছেন লিখেছেন আহ জীবন ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৯:৩৫ সন্ধ্যা
ব্লগার বোন আফরার বর্তমান নির্বাচিত পোষ্টে মন্তব্য করলাম "এবার সাফল্লের সংজ্ঞা কি হতে পারে তা নিয়ে একটা গল্প বা প্রবন্ধ পোস্ট দিন।" উনি উল্টা আমাকে দায়িত্ব দিলেন। ভাবছিলাম লিখব। তখনও রিদওয়ান বিন ফয়েজ ভাইয়ের নির্বাচিত পোস্ট পড়িনি। বিষয় একই। পোস্ট টি পড়লাম। এখন দেখি একই বিষয়ে সাজিদ আল সাহাফ ভাই ও লিখল। তাই ভাবলাম নতুন পোস্ট দেওয়ার কোনও মানে নেই। তবুও কিছু না বললে আমার ও পোস্ট দেওয়ার কোনও মানে হয় না। বোন আফরা "প্রতিটা মানুষ আলাদা। এতই আলাদা যে একটা মানুষের এক কানের সাথে অন্য কানের মিল নেই। একই রকম দেখতে হলেও। প্রতি মানুষেরই জীবন ধারন পদ্ধতি,রিজিক, মৃত্যু আলাদা আলাদা। সেই সাথে সাফল্য ও। কেউ সহজে সাফল্য পায়, কাউকে খাটতে হয় বেশি। কেউ একই রকম খেটে আংশিক সাফল্য পায়, কেউ পূর্ণ।
কিন্তু সাফল্য পেতে হলে প্রথমে কে আমি চিনতে হবে।। শুধু চিনলেই হবে না পথ ঘাট, আর সময় বেবস্থাপনা সন্মন্ধে জানতে হবে।। আর না হলে রতনের মত কাঁদতে হবে।
সাফল্লের সত্যিকার আনন্দ খুজে পাওয়া যায় যদি মানবীয় সৎ গুনাবলি ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করা হয়।
আর সব শেষে বলি সাফল্লের শেষ টার্গেট হওয়া উচিৎ মৃত্যুকে জয় করা। মৃত্যুর জন্য তৈরি থাকা।
বিষয়: বিবিধ
১৭৪১ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফার্স্টু হওয়ার সাফল্লে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আসসালামু আলাইকুম।
হা হা হা .....
দারুণ চালাকি তো!
ঐ গল্পের মত
শিক্ষার্থী তার উত্তরপত্রে লিখেছে-
প্রশ্ন নং-
উত্তরঃ অমুক বইএর অমুক অধ্যায়ের অমুক পৃষ্ঠায় দেখুন
তবুও ধন্যবাদ,
জাযাকাল্লাহ
আসসালামু আলাইকুম।
অবশ্যই ভালো কাজ করেছেন-
দোয়া করি আরো ভালো করুন
রাগ করেন নি তো!
আসলে হ্যারি-র কথাটাই আমি কোট করেছিলাম-
আমি শুধু একটু আনন্দ করছিলাম আর কি!
আপনিও দুজনকে একই দাওয়াই দিয়ে দিয়েছেন!!)
মূলত সাফল্লের সঠিক সংজ্ঞা কি ভুলে গেছি।
খুব ভালো লাগলো! ধন্যবাদ!
আর সব শেষে বলি সাফল্লের শেষ টার্গেট হওয়া উচিৎ মৃত্যুকে জয় করা। মৃত্যুর জন্য তৈরি থাকা। পারফেক্ট ! পারফেক্ট !
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
ইমরান ভাই আমি যা বলেছি তা হচ্ছে দুনিয়াবি সাফল্য। যদি দুনিয়া আর আখেরাতের সাফল্লের কথা চিন্তা করি তাহলে বলবো স্রেফ একটা সাফল্লের লক্ষ্যের কথা আর তা হচ্ছে আমাদের মালিকের সন্তুষ্টি। যে পেরেছে বা পারবে সেই সবচেয়ে বড় সাফল্যবান।
রাব্বানা আতিনা ফিদ দুনইয়্যা হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান ”নার” - তহালে দেখুন সাফল্য দুনিয়াতে থেকে সঠিক পথে চলা আর পরকালে “নার” থেকে বাচা। তবে হ্যা নিয়ত হতে হবে বিশুদ্ধ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য।
”আল্লাহুম্মা আজিরনা মিনান নার”
অনেক সুন্দর কথাগুলো অল্পতেই জানিয়ে গেলেন।
অনেক ভালো লেগেছে।
সহমত আপনার সাথে।
"সাফল্লের শেষ টার্গেট হওয়া উচিৎ মৃত্যুকে জয় করা। মৃত্যুর জন্য তৈরি থাকা। "- ১০০ ভাগ সহমত।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
শুরু হোক তবে।
আর সব শেষে বলি সাফল্লের শেষ টার্গেট হওয়া উচিৎ মৃত্যুকে জয় করা। মৃত্যুর জন্য তৈরি থাকা।
*****
অসাধারন কিছু কথা পড়ে বিষণ ভালো লাগলো... অনেক ধন্যবাদ
অয়ন খান ভাইয়ের মন্তব্য খানা খুব ভাবাচ্ছে।
এই বিষয়ে কোনও ফিলসফি জানলে একটু জানাইয়েন।
মন্তব্য করতে লগইন করুন