অসাধারনদের সাধারন জ্ঞান
লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ০৬ আগস্ট, ২০১৪, ০৫:১৭:৪৮ বিকাল
বস্তুগত-----------------------------------------------------------------অবস্তুগত
সকল প্রাণীতে দুটি বৈশিষ্ট্য বিদ্যমান,কেবল মানুষের মাঝে ২য় টি শাখায়িত।
বাস্তব------------------------------------------------------------------------স্বপ্ন
দুটি আলাদা বিষয়,কিন্তু বস্তুবাদ আর অবস্তুবাদের সুন্দর উদাহরন।
আমার দেহ বস্তুগত,আর মন অবস্তুগত,কোনটি বেশী মূল্য রাখে?
মৃত্যুর পর দেহ নষ্ট হবে,কিন্তু আমার মরন নেই।আমি চিরঞ্জীব।
আমিই বেশী মূল্যবান,কারন আমার কিছুর প্রয়োজন হয়না।
বাস্তব আমার দেহের মত,আর স্বপ্ন আমার মনের মত।
বস্তুবাদ অবস্তুবাদের মাঝখানে পৌছালে যখন কিছুই থাকেনা,
তখনই সব থাকে।
বাস্তব-স্বপ্নের,স্বপনটাকে সাজানো যায় নিজের মত করে-
মনটাকে ভাল থাকতে দিলে,বাস্তব টা এমনিতেই স্বপ্নের
মত হয়ে যায়।
বস্তুগত-----------------------------------------------------------------অবস্তুগত
একটা খারাপ কাজ করব,অবস্তুগত ভাবে করা যাবে?না যাবেনা
অবস্তুগত ভাল কাজই বেশী,তাই
আকার ছেড়ে নিরাকার পছন্দ করা উচিত।
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কাছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
মন্তব্য করতে লগইন করুন