ব্লগ সম্পাদক কি ইসলামবিদ্বেষী?হলে বলুন,চলে যাই।
লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৪৪:১২ রাত
আসলে কি সমস্যা সম্পাদক সাহেবের?এতগুলো লোক মিলে একটা লোকের বিরূদ্ধে রিপোর্ট করার পরও কি করে আবার ভন্ডামীর সাহস পায়?সম্পাদক কি তাহলে হিন্দুদের পা-চাটা দালাল।
অবিলম্বে ওই নাস্তিককে ব্যান করুক না হয় আমরাই ব্লগ ছেড়ে চলে যাই।
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের ধর্মের পজিটিভ দিক গুলো তুলে ধরলে হতো! কিন্তু তাঁর মূল আলোচ্চ এবং অবিরাম প্রচেষ্টা হলো শুধুই মহান আল্লাহ, রাসূলুল্লাহ সা., কুরআন, হাদিস, মুসলমানদের কুৎসা রটনা করা - যা ব্লগের নীতিমালা, দেশের আইনের সুস্পষ্ট লংঘন! তবে মডারেটরগণ কোন নীতি মেনে চলছেন তা আমাদের অজানা! অবিলম্বে এই অমানুষকে ব্যান করতে হবে!
তাই এদের এড়িয়ে চলুন, সেটাই শ্রেয়!
তবে এটা ঠিক যারা ওর সম্বন্ধে না জানে, তারা প্রথমে কিছুদিন – তর্ক-বিতর্কে পার করে।
বেশীর ভাগ ব্লগার রা ঐ লিখাগুলো পড়েনা - কারন প্রায় একই লিখা শিরোনাম চেইন্জ করে করে দেওয়া হয়।
আই.আর.সি-তে তো ১০/১৫ বছর আগেও কে-লাইন/জেড-লাইন (পার্মানেন্ট ব্যান) মারলেও প্রক্সি নিয়া সাথে সাথেই ঢুইকা যাইতে দেখতাম পোলাপানরে! ফ্লাডিং এর অত্যাচারে ব্যান মারলেও কোন লাভ হইতো না!
সহমত
হেডাম থাকলে এসব ফালতু গার্বেজগুলোর উত্থাপিত অন্তসারশুণ্য অভিযোগগুলোর দাতভাঙ্গা জবাব দিন। এর জন্য প্রয়োজন প্রচুর ধর্মীয় জ্ঞানাষ্ঞেণ। নিজেকে ইসলামপন্থী দাবী করবেন। কিন্তু ইসলামে কি আছে তা নিয়ে পড়াশুনা করবেন না- তা তো ঠিক না মশাই! ওরা ইসলামের খুত খোজার উদ্দেশ্য কোরআন সুন্নাহার বিকৃত অনুবাদ পড়ে আপনাদের গায়েল করতে চায়। কিন্তু আপনারা সেটাও করতে আগ্রহী হয়ে উঠেন না! অন্তত নিজের ধর্মের কিতাব কোরআন ও সুন্নাহর ব্যাপারে পড়া শুনা করুন। তার পর এদের বিরুদ্ধে কলম ধরুণ। মাথায় বুদ্ধি থাইকলে এসব স্বল্পবুদ্ধির জ্ঞানপ্রতিবন্ধীদের যুক্তি দিয়ে গায়েল করা অত্যন্ত সহজ ব্যাপার। এর জন্য ধর্মীয় জ্ঞানের অভাব থাকলেও সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে চিহ্নিত দু’চারটা আবালদের কথাগুলোতেই থাকে তাদের ঘায়েল করার যথেষ্ট উপাদান। শুধু চিন্তার জগতটাকে একটু প্রসারিত করলেই হলো।
সামনে পাইলে ধইরা আছাড় মারেন যাতে অমুছলিম টেরোরিস্টদের কে মানুষ করা যায়।
মন্তব্য করতে লগইন করুন