ব্লগ সম্পাদক কি ইসলামবিদ্বেষী?হলে বলুন,চলে যাই।

লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৪৪:১২ রাত

আসলে কি সমস্যা সম্পাদক সাহেবের?এতগুলো লোক মিলে একটা লোকের বিরূদ্ধে রিপোর্ট করার পরও কি করে আবার ভন্ডামীর সাহস পায়?সম্পাদক কি তাহলে হিন্দুদের পা-চাটা দালাল।

অবিলম্বে ওই নাস্তিককে ব্যান করুক না হয় আমরাই ব্লগ ছেড়ে চলে যাই।

বিষয়: বিবিধ

১৪৯৫ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260636
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০০
ভিশু লিখেছেন : এই সুবিজ্ঞ কুলাঙ্গার নাস্তিক নন! উগ্রপন্থী বৌদ্ধ-ভিক্ষু মনে হয়! তারঁ লেখার কিছু শিরোনামের ছিরি দেখুনঃ

নিজের ধর্মের পজিটিভ দিক গুলো তুলে ধরলে হতো! কিন্তু তাঁর মূল আলোচ্চ এবং অবিরাম প্রচেষ্টা হলো শুধুই মহান আল্লাহ, রাসূলুল্লাহ সা., কুরআন, হাদিস, মুসলমানদের কুৎসা রটনা করা - যা ব্লগের নীতিমালা, দেশের আইনের সুস্পষ্ট লংঘন! তবে মডারেটরগণ কোন নীতি মেনে চলছেন তা আমাদের অজানা! অবিলম্বে এই অমানুষকে ব্যান করতে হবে!
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
204677
আজিম বিন মামুন লিখেছেন : ধন্যবাদ,আপনার তথ্যবহুল মন্তব্যের জন্য।
260644
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৯
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এ জন্যই এ জঘণ্য ব্লগটা প্রায় ছেড়ে দিয়েছি। গত ১ বছর যাবৎ রিপোর্ট করেছি। মনে হচ্ছে কতগুলা বধির ব্লগটা চালাচ্ছে!
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
204678
আজিম বিন মামুন লিখেছেন : শুধু বধির না ভাই অন্ধও।ধন্যবাদ।
260645
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৯
বুড়া মিয়া লিখেছেন : কি করবে মডুরা? ব্যান করলে প্রক্সি আছে না? কি দিয়া ফিরাবে?
তাই এদের এড়িয়ে চলুন, সেটাই শ্রেয়!
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
204681
আজিম বিন মামুন লিখেছেন : কে এড়াচ্ছে?দেখুন হারামজাদাটার পোষ্ট সবাই কত মজা করে পড়ছে।
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
204698
বুড়া মিয়া লিখেছেন : আমিও আগে পড়তাম, তর্ক-করতে যেতাম; কিন্তু পরে দেখলাম ও আসলে কোন বিষয়েই ভালো-মতো কিছুই জানে না! তাই বাদ দিছি ওর সাথে আলোচনা।

তবে এটা ঠিক যারা ওর সম্বন্ধে না জানে, তারা প্রথমে কিছুদিন – তর্ক-বিতর্কে পার করে।
260656
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:০৮
কাহাফ লিখেছেন : এভাবে চলে গেলে একচ্ছত্র বিচরণ থাকবে ঐ নাস্তিক মার্কা ছাগুদের,লাভ ওদেরই হবে,এটাই চাওয়া ওদের।সাবধানে এড়িয়ে চলতে হবে আমাদের।
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
204680
আজিম বিন মামুন লিখেছেন : কেউ এড়াচ্ছে না,দেখুন পোষ্টটা কত বার পড়া হয়েছে।
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৩৬
204901
সাদাচোখে লিখেছেন : কোন একজন ভাই একবার লিখেছেন কি বোর্ড এর পারটিকুলার একটা কি কিংবা এমন কিছু যতবার ছাপা হবে - পোষ্ট এর নীচে কিনা ততবার পড়া হয়েছে বলে স্ট্যাটিস্টক্স দেখাবে। সো আমার মনে হয় - হয়তো অতবার পড়া হয়না - যতবার আপনি ভাবছেন।

বেশীর ভাগ ব্লগার রা ঐ লিখাগুলো পড়েনা - কারন প্রায় একই লিখা শিরোনাম চেইন্জ করে করে দেওয়া হয়।
260657
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:২৫
শেখের পোলা লিখেছেন : শতখানেক নিকের লিষ্ট আছে এই মহীলার৷ আজকে ব্যান করলে কালকেই আর একনামে উদয় হবে৷ প্রতিবাদ করলে আরও উৎসাহ পায়৷ অতএব, মাঝ রাস্তায় বিষ্ঠা মনে করে পাশ কাটিয়ে যাওয়াই ভাল৷
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
204683
আজিম বিন মামুন লিখেছেন : ভাই মনে হচ্ছে সবার খুব মজাই লাগছে দেখুন কী পরিমান পড়ছে সবাই।
260659
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৩৪
বিভীষিকা লিখেছেন : ব্লগ সম্পাদককে বলছি, আল্লাহর কসম কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। কেন আপনি নাস্তিকদেরকে সুযোগ দিচ্ছেন?
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
204467
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আমিও এই কথাটা কিছুদিন আগে বলেছিলাম , কিন্তু তারা কেন জানি বধির হয়ে আছেন । আমার আজ কেন জানি মনে হচ্ছে এখানে মুসলমান কেউ নেই । :Thinking
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
204686
আজিম বিন মামুন লিখেছেন : অবশ্যই দিতে হবে কোন মাফ নেই।
260666
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:২৮
মাহফুজ আহমেদ লিখেছেন : এই কুলাঙ্গারের অনেক নিক! তাই কীটটাকে এড়িয়ে চলাই উচিৎ মনে করি
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
204690
আজিম বিন মামুন লিখেছেন : কিভাবে আর এড়াচ্ছে ভাই,দেখুন সবাই কি উৎসাহ নিয়ে পড়ছে।
260672
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৮
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : যারা বলছেন এদের অনেক নিক, আপনাদের বলছি। ও কোন আই পি থেকে লগইন করছে তা ব্লক করে দিলেইতো ঝামেলা চুকে যায়।
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৩
204391
বুড়া মিয়া লিখেছেন : কেন ভাই প্রক্সি নাই?

আই.আর.সি-তে তো ১০/১৫ বছর আগেও কে-লাইন/জেড-লাইন (পার্মানেন্ট ব্যান) মারলেও প্রক্সি নিয়া সাথে সাথেই ঢুইকা যাইতে দেখতাম পোলাপানরে! ফ্লাডিং এর অত্যাচারে ব্যান মারলেও কোন লাভ হইতো না!
260687
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০১
আবু আশফাক লিখেছেন : শেখের পোলা লিখেছেন : শতখানেক নিকের লিষ্ট আছে এই মহীলার৷ আজকে ব্যান করলে কালকেই আর একনামে উদয় হবে৷ প্রতিবাদ করলে আরও উৎসাহ পায়৷ অতএব, মাঝ রাস্তায় বিষ্ঠা মনে করে পাশ কাটিয়ে যাওয়াই ভাল৷
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
204693
আজিম বিন মামুন লিখেছেন : আমাদের সমাজে বিষ্ঠাপ্রেমীই যে বেশী তা বোঝা যায় হারামজাদাটার পোষ্ট ভিউ দেখলে।
১০
260716
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০০
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : এই ব্লগের জন্য কিছু দিন পূর্বেও আমি দেখেছি , ভিশু ভাই, পুস্পিতা আপু ,আরো অনেকে মিলে এড ব্যবস্থা করার জন্য আবেদন করেছিল , ব্লগটি টিকিয়ে রাখার জন্য। কি ব্যবস্তা করব এখনতো বন্ধ করতে ইচ্চে করতাছে ।
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
204696
আজিম বিন মামুন লিখেছেন : তাই করা উচিত মনে হচ্ছে।
১১
260719
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০৫
ফেরারী মন লিখেছেন : বুড়া মিয়া লিখেছেন : কি করবে মডুরা? ব্যান করলে প্রক্সি আছে না? কি দিয়া ফিরাবে? তাই এদের এড়িয়ে চলুন, সেটাই শ্রেয়!


সহমত
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
204697
আজিম বিন মামুন লিখেছেন : ২৫০ বারের বেশী ভিউ ঐ কুলাঙ্গারের পোষ্টে,আসলে কি এড়াচ্ছি আমরা?
১২
260738
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : খামোকা গ্যাঞ্জাম সৃষ্টির দরকার কি? না পড়া এবং মন্তব্য না করলেই তো হয়ে যায়। ব্লগ সাইট যেহেতু চালু আছে সেহেতু কত মানুষ কত জায়গা থেকে কত বিচিত্র নিক নিয়ে কত উদ্দেশ্য সাধনে নিয়োজিত থাকে। একটা নিক বন্ধের আবেদন করলে অন্য নিক এবং অন্য আইপি এড্রেস দিয়ে আইডি তৈকী করা কোন ব্যাপার না।
হেডাম থাকলে এসব ফালতু গার্বেজগুলোর উত্থাপিত অন্তসারশুণ্য অভিযোগগুলোর দাতভাঙ্গা জবাব দিন। এর জন্য প্রয়োজন প্রচুর ধর্মীয় জ্ঞানাষ্ঞেণ। নিজেকে ইসলামপন্থী দাবী করবেন। কিন্তু ইসলামে কি আছে তা নিয়ে পড়াশুনা করবেন না- তা তো ঠিক না মশাই! ওরা ইসলামের খুত খোজার উদ্দেশ্য কোরআন সুন্নাহার বিকৃত অনুবাদ পড়ে আপনাদের গায়েল করতে চায়। কিন্তু আপনারা সেটাও করতে আগ্রহী হয়ে উঠেন না! অন্তত নিজের ধর্মের কিতাব কোরআন ও সুন্নাহর ব্যাপারে পড়া শুনা করুন। তার পর এদের বিরুদ্ধে কলম ধরুণ। মাথায় বুদ্ধি থাইকলে এসব স্বল্পবুদ্ধির জ্ঞানপ্রতিবন্ধীদের যুক্তি দিয়ে গায়েল করা অত্যন্ত সহজ ব্যাপার। এর জন্য ধর্মীয় জ্ঞানের অভাব থাকলেও সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে চিহ্নিত দু’চারটা আবালদের কথাগুলোতেই থাকে তাদের ঘায়েল করার যথেষ্ট উপাদান। শুধু চিন্তার জগতটাকে একটু প্রসারিত করলেই হলো।
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
204699
আজিম বিন মামুন লিখেছেন : বিচার মানব তাল গাছ দিবনা কী করবেন আপনি?এটা যেনতেন হারামী না।
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
205035
আহ জীবন লিখেছেন : গেঞ্জাম ভাইয়ের কথা প্রাথমিক অবস্থায় প্রযোজ্য। তাদের উত্তর দেওয়া দরকার। কিন্তু উত্তর দেওয়ার পর "বিচার মানব তাল গাছ দিবনা" অবস্থায় যায় তবে হতভাগা ভাইয়ের কথাই বলি এড়িয়ে যাওয়া উচিৎ।
১৩
260754
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩১
হতভাগা লিখেছেন : ওদেরকে এড়িয়ে চলুন ।
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০০
204700
আজিম বিন মামুন লিখেছেন : সবাই তো তাই করছি,কিন্তু পড়ছে কারা?পোষ্ট ভিউ ২৫০ পেরিয়ে।
১৪
260883
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৮
সবুজেরসিড়ি লিখেছেন : এড়িয়ে চলাই শ্রেয় . . .
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪২
204727
আজিম বিন মামুন লিখেছেন : সবাই তো তাই করছি,কিন্তু পড়ছে কারা?
১৫
260994
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২০
আফরা লিখেছেন : চলে যাবেন কেন ? ভালরা চলে গেলে খারাপের দল আর বড় হবে ।
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৪
204913
আজিম বিন মামুন লিখেছেন : পোষ্টগুলো ভিউ করিনা ইদানিং,তবু শিরোনাম দেখেই মাথায় রক্ত উঠে যায়।ধন্যবাদ আপনাকে।
১৬
261064
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫৬
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : সহমত আফরার সাথে।না পড়ে গালিগালাজ করুন বদমায়েশদের।
সামনে পাইলে ধইরা আছাড় মারেন যাতে অমুছলিম টেরোরিস্টদের কে মানুষ করা যায়।
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪০
204915
আজিম বিন মামুন লিখেছেন : করেছি আগে।আরও বাড়ে।চ্যালেন্জও দিয়েছিলাম একবার সামনে আসার।নিবে কিভাবে ছাগল যে।ধন্যবাদ।
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
205039
আহ জীবন লিখেছেন : কোন অবস্থাতেই মুসলিম নামের বৈশিষ্ট্য লঙ্ঘন করা আমাদের উচিৎ নয়। আপনার করা গাল গালাজ আপনার আমলনামায় লিখা হবে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা মুসলমানের স্বভাব নয়। ওটা ইহুদীদের স্বভাব।
১৭
261065
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:০১
সুজা মানুস লিখেছেন : যারা ইসলাম ধর্মকে কটাক্ষ করে লিখে ওরা পশুর জাত।পশুদের গালি দিলেও কিছু হব না।
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
204914
আজিম বিন মামুন লিখেছেন : সত্যি হয়না।ধন্যবাদ আপনাকে।
১৮
261096
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৩
আমীর আজম লিখেছেন : কথা সইত্য। আমার কাছে তথ্য আছে।
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৮
204943
আজিম বিন মামুন লিখেছেন : ধন্যবাদ তবে তথ্য শেয়ার করলে ভাল হত।
১৯
261145
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : এসব কুলঙ্গারদেরকে এড়িয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ।
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৯
204984
আজিম বিন মামুন লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
২০
261246
০৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
নূর আল আমিন লিখেছেন : আপনার সাথে সম্পুর্ণ সহমত
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩২
205187
আজিম বিন মামুন লিখেছেন : অসংখ্য ধন্যবাদ আপনাকে।শুভ কামনা আপনার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File