অনেকেই হয়ত ভুলে গেছি..
লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৫১:১৮ সকাল
এমন একটা বিষয় হঠাৎ মনে পড়ল,
যেটা খুবই জরুরী বিষয়।
অথচ আমরা অনেকেই সেটা অনুধাবন করিনা।
মানুষ হিসেবে আমাদের প্রত্যেককেই দিনে বা রাতের কিছু সময় একটা নোংরা ছোট ঘড়ে গিয়ে বসতে হয়।বিজ্ঞানের অগ্রযাত্রায় আমরা জানতে পেরেছি,ঘরটি পুরোই জীবানুতে ভরা।এমনকি খালি পায়ে প্রবেশ করলে পায়ের তলা দিয়ে ঢুকে যেতে সক্ষম কিছু পরজীবির জীবানু।তবে এ ঘরের সবচেয়ে ভয়ংকর অধিবাসীরাই বিজ্ঞানীদের চোখ এড়িয়ে গেছে।বস্তুবাদ বিশ্বাসী বিজ্ঞানে অবস্তুবাদ অস্তিত্বহীন।
আপনি ঢোকার সাথে সাথেই এরা কর্মক্ষম।কেউবা আপনার খোলা মাথায় থু থু নিক্ষেপ করছে,কুমন্ত্রনা দিচ্ছে।কেউ আবার লজ্জাস্থান নিয়ে খেলায় মত্ত।
এদের অকেজো করে দিতে আল্লাহ আমাদের সেখানে প্রবেশ করার এবং বের হওয়ার দোআ শিক্ষা দিয়েছেন।আরও বলেছেন আমরা যেন তখন মাথা ঢেকে রাখি।
কিছু কাজ করতে নিষেধ করেছেন।
আল্লাহ সবাইকে মেনে চলার তৌফিক দান করুন।আমীন।
বিষয়: বিবিধ
১৩৯৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুবই সুন্দর ও মুসলমানদের জন্য বহুত উপকারি একটি পোষ্টের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
সুন্দর ও উপকারী আলোচনা। জাযাকাল্লাহ খইর
মন্তব্য করতে লগইন করুন