পরকীয়া ঠেকাতে নারীদের ভূমিকাই মুখ্য
লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০১:২৭:২৫ দুপুর
পরকীয়া!মরণঘাতী ভাইরাসের মত যা আমাদের সমাজের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে এখন।ধনী-দরিদ্র নির্বিশেষে ভুগছে এ রোগে।কিন্তু কেন?এর কি কোন প্রতিকার নেই?অবশ্যই আছে।সমস্যা থাকলে তার সমাধানও আছে।
নিজের স্ত্রী ভাল লাগছেনা,অন্যের স্ত্রী ভাল লাগে।এইতো সমস্যা?
আসুন দেখি ভাল না লাগার কারন টা কী।
আপনার স্ত্রীকে নিয়ে যখন বেড়াতে যান কিংবা শপিংয়ে,তখন তার যে লুকটা থাকে সেটা কী আপনার ভাল লাগে?অবশ্যই।কিন্তু এই মেকআপটাতো আপনার জন্য নয়।
বিষম খেলেন?দামী গহনা,স্পেশাল শাড়ী এসব শুধু বাইরে বেরুনোর সময় ব্যাবহৃত হয়।আর ঠিক তখনি পাশের বাসার কেউ আপনার স্ত্রীকে দেখে ফিট।আবার ওনার স্ত্রী যখন বাইরে আসছে তখন আবার আপনি ফিট।এভাবেই নিজেদের স্ত্রী সম্পর্কে একটা খারাপ লাগা তৈরী হয় প্রথমে।এরপর ধীরে ধীরে ইগনর হতে থাকে স্ত্রী।আর এরপর অবহেলিত নারী কারও ডাকে দ্রুতই সারা দেয়।শুরু হয় পরকীয়া।নিজেই নিজের স্বামীকে পরকীয়ায় ঠেলে দিচ্ছেন,আবার নিজেও আর একজনকে সাহায্য করছেন।
আমি একতরফা ভাবে নারীদের দোষী করছিনা।তবে নারীদের ভূমিকা পরোক্ষও নয়।
একটু ভেবে দেখুন,ইসলামে এই সমস্যার সমাধান কত সুন্দর ভাবে দেওয়া আছে।
“নারী বাহিরে যাওয়ার সময় অপেক্ষাকৃত নিম্নমানের পোষাক পড়বে।আর রাতে সুসজ্জিত হয়ে নিজেকে স্বামীর খেদমতে উপস্থাপন করতে বলা হয়েছে”
এখন দেখুন হচ্ছে এর উল্টোটা।উল্টো পথে চলে সোজাপথের ফল আশা করা তো বোকামী।প্রতিটা স্ত্রীর উচিত তার বেষ্ট সাজ/চাহনি/ভঙ্গিমা/সবকিছু শুধু স্বামীর জন্য সংরক্ষিত রাখা।কিন্তু আমরা কোথাও যাওয়ার সময় নায়িকা,আর রাতে স্বামীর বিছানায় শরীরে ঘামের গন্ধ নিয়েই শুয়ে পড়া কাজের বুয়া।
পরকীয়া বন্ধ করতে এই একটি উপায়ই যাদুমন্ত্রের মত কাজ করবে ইনশ্আল্লাহ।
বিষয়: বিবিধ
১৪৩৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক শুভেচ্ছা আপনার জন্য।
রাতে সুসজ্জিত কিভাবে হবে ? বাসায় কি পার্লার নিয়ে আসা হবে ?
স্বামীর সাথে নিন্মমানের পোশাক পড়ে বের হলে সবাই ভাববে কাজের বুয়া ।
বাইরে বের হওয়ার সময় উচ্চমানের কাপড় পরিধান করলেও বোরকা পড়ে তা ঢেকে রাখে!
তবে এমন মেয়ের সংখ্যাটা খুবি কমে গেছে!
@ পবিত্র : ''ভাইয়া, এখনও এমন মেয়ে আছে যারা কোন দিন পার্লারে যায়নি!''
যারা এখনও যায় নি তারা যাবে আগামীতে ।
পার্লারই তাদের কাছে চলে আসবে ।
এমনও মেয়েও আছে - বিয়ের আগে বোরকা পড়ে থাকতো , বিয়ের পর খুল্লাম খুল্লা । এরা এসব করে ভাল পাত্র ধরার জন্য , বিয়ে হয়ে গেলে সবাই খুল্লাম খুল্লা । উঁচু মানের আধুনিক কাপড় ও সাজসজ্জা - কোনটাই বাদ যায় না ।
আপনিতো বলছেন তাদের কথা, যারা লোক দেখানো পর্দা করে থাকে! আমি বলছিলাম তাদের কথা, যারা আল্লাহর আদেশ পালন করে! যারা আল্লাহর ভয়ে তাঁরই আদেশ মান্য করতে পর্দা করে থাকে, তারা কক্ষনো "বিয়ের পর খুল্লাম খুল্লা" এমন কাজ করবে না!
আপনাকে ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন