রুচি যেখানে রুগ্ন, নগ্নতা সেখানে শিল্প

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৩ মে, ২০১৪, ০২:৫১:০৫ দুপুর

যে দেশে গুণীর মর্যাদা নেই, সে দেশে গুণীর জন্ম কদাচিৎ হয়। এটি আজ চরমভাবে প্রযোজ্য বাংলাদেশ এর ক্ষেত্রে।



মাত্র কয়দিন আগে না ফেরার দেশে চলে গেলেন শিল্পী বশির আহমেদ। কালজয়ী এ শিল্পীকে নতুন করে পরিচয় দেয়ার কিছু নেই। সেই ষাটের দশক হতে একের পর এক অসাধারণ গানে সমৃদ্ধ করেছেন এদেশের রুচিশীল শ্রোতাদের সঙ্গীত জগতকে। রোমান্স, হৃদয়ে হাহাকার জাগানো বিরহের সুর,...... কি নেই বশির আহমেদ আর গানে? যারা ধর্মীয় কারণে সঙ্গীত পছন্দ করেননা তাঁরাও খালি গলায় গুণগুণ করে উঠেন বশির আহমেদ এর প্রিয় সুরগুলো নিয়ে।

প্রয়াত বশির আহমেদ এর কালজয়ী সে বিরহের সুরগুলো কি ভুলা যায়?

“ডেকোনো আমারে তুমি....”, “অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়......”, “সজনী গো ভালবেসে এত জ্বালা কেন বলোনা.......”, কিংবা “যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি.......”।

অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায়

মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।


আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাজে

বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে

গাইবে না সে গান আমারই দূর আকাশের গায়ে

মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।


কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে

চিনেছিলাম দুজনারে কত আপন করে

মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায়।।



না, এ মহাপ্রয়াণে কোনো শোকের ছায়া পড়েনি সঙ্গীতাঙ্গনে। পত্রিকাগুলো পাতায় পাতায় বিশেষ ক্রোড়পত্র, স্মৃতিচারণা কিংবা প্রশংসামূলক লেখায় মেতে উঠেনি। শোকদিবস প্রকাশ করেনি সরকার, কোনো বাণী বর্ষণ করেনি সুশীল সমাজ। কারণ বশির আহমেদ যে তথাকথিত চেতনার ফেরী করেননি, ছায়ানট মারাননি জীবনে। তিনি যে আত্মসম্মান বিকিয়ে তৈলমর্দন করেননি সে দালালশ্রেণীকে!

বশির আহমেদ এর জন্য শুধু নিরবে নিভৃত্তে অশ্রু ফেলেছে এদেশের সুস্থ সংগীত প্রেমিক কোটি রুচিশীল শ্রোতা হৃদয়। আল্লাহ মরহুমকে ক্ষমা করে বেহেশতে স্থান দিন।



এদেশের সঙ্গীত, সংস্কৃতি, চিত্রকলা- যাই বলুননা কেন, সব আজ ন্যাংটাদের দখলে। নগ্নতার জয়জয়কার আজ সর্বত্র। ন্যাংটারতো আর বাটপারের ভয় নেই। সে তো লেজকাটা শিয়াল। তাই নিজের নগ্নতাকে ছলে বলে কৌশলে সে ছড়িয়ে দেয় সমাজের সর্বত্র। কারণ নগ্নতা প্রতিষ্ঠিত হয়ে গেলে ন্যাংটা সুপারস্টার খ্যাতি পাবে। ন্যাংটা বলে তাকে আর কেউ লজ্জা দিবেনা, ন্যাংটা হওয়ার প্রতিযোগিতায় তখন সবাই মাতবে।

[b]যে মাতবেনা সে হবে ব্যাকডেটেড, আনকালচার্ড।[/b]

বিষয়: সাহিত্য

৪৮৩০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216893
০৩ মে ২০১৪ দুপুর ০৩:১৮
হতভাগা লিখেছেন : এন্ড্রু কিশোর , কুমার বিশ্বজিত , সুবীর নন্দী , সাবিনা , রুনা .... এদের গান অনেক আইডলদের গাইতে দেখেছি ।

কিন্তু বশির আহমেদের গান সেরকম ভাবে কোন আইডলকে গাইতে দেখা যায় নি ।

কোন এক আউডল অনুষ্ঠানে এক আইডল বশির আহমেদের গান গাইলে কুমার বিশ্বজিত/এন্ড্রু কিশোর তার তারিফ করে বলেছিলেন যে , বশির আহমেদের গান গুলো গাওয়া সত্যি কঠিন ।

**************************************************************


মমতাজ মনে হয় ল্যাংটা বাবারে নিয়া কিছু কইতে চাইছে । দেখেন না পিছনে মাজারের মত কিছু একটা দেখা যায় ।
০৩ মে ২০১৪ দুপুর ০৩:৩৫
165109
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সত্যিই। এমন হৃদয়ছোঁয়া গান গাইতে প্রয়োজন পরিমিত আবেগ আর তাঁর গানের সঠিক উপলব্ধির।

মমতাজ এর কথা কি আর বলবো? সঙ্গীত জগতকে কলুষিত করতে কিছু আর বাকী রাখেনি।
216899
০৩ মে ২০১৪ দুপুর ০৩:৪৩
শিশির ভেজা ভোর লিখেছেন : মানুষের ভিতর থেকে যখন নৈতিকতা দুর হয়ে যায় তখন সেখানে বাসা বাধে নগ্নতা আর অসভ্যতা। তাছাড়া উন্নত শিক্ষাও একটা বড় ফ্যাক্টর।
০৩ মে ২০১৪ বিকাল ০৪:০৯
165123
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হুম।
216909
০৩ মে ২০১৪ বিকাল ০৪:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশের যা অবস্থা!!!
এমপিরা ল্যাংটা বাবার কাছে যাবে নাত কি??
০৩ মে ২০১৪ বিকাল ০৪:০৯
165122
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ল্যাংটাকে ধরে এমপি বানালে তো এটাই হবে। না কি বলেন?
০৩ মে ২০১৪ রাত ১০:৩৬
165213
egypt12 লিখেছেন : ল্যাংটা বাবার কাছে ক্যান যায় Rolling Eyes
০৩ মে ২০১৪ রাত ১০:৩৬
165216
egypt12 লিখেছেন : ল্যাংটা বাবার কাছে ক্যান যায় Rolling Eyes :Thinking
216924
০৩ মে ২০১৪ বিকাল ০৪:২১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
216933
০৩ মে ২০১৪ বিকাল ০৪:৫৩
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : আরে ধাৎ! যত্তসব আজাইরা...।

ফ্লিম, ফ্যাশন, মিউসিক, গ্লামার এগুলো এখন পৃথিবীর বিলিয়ন ডলারের ইনডাস্ট্রি। এসব বাদ দিয়ে মানুষ এখন মোহাম্মদের কথা মত দুইটাকা দামের ইমাম-মুফতি-হাফেজ এর হেজাবী বিবি হয়ে থাকবে??
০৩ মে ২০১৪ বিকাল ০৪:৫৮
165129
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : তুমি ল্যাংটার দলে সেটা আবার কইতে হয় নাকি? বেবাকে জানে। তোমারে ল্যাংটা হইতে কি কেউ নিষেধ করছে? য্ত্তসব আবালের দল।
216938
০৩ মে ২০১৪ বিকাল ০৫:২৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বশির আহমদ যদি মদের বোতল আর গাঞ্জা শিল্পের উন্নয়নের জন্য কিছু রচনা করতেন অথবা কিছু গাইতেন তাহলে হয়তো কিছুটা জাতে উঠার সুযোগ পেতেন।
তবে তার ভাগ্য ভাল বলতে হবে যে, যদি তিনি ’জাতে’ উঠার চেষ্টায় নিজের দ্বীন ধর্ম, আদর্শ বিসর্জন দিতেন তবে হয়তো মরণের পরে তাকে ‘অজাতে’ নিক্ষেপের আশংকা থাকতো।
216963
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
আহ জীবন লিখেছেন : সালাম সালাম হাজার সালাম।
218849
০৮ মে ২০১৪ রাত ০৩:১৬
সত্যলিখন লিখেছেন : আপনি ২ টি চিঠি পড়ে ভাবুন আপনার মুসলমান হিসাবে এখন কি করা উচিত ।

একজন নির্যাতিতা কাশ্মীরী মুসলিম বোনের হৃদয় বিদারক চিঠি:-
Click this link

সাতক্ষীরা থেকে নির্যাতিত এক বোনের চিঠি পড়ুন
Click this link
218885
০৮ মে ২০১৪ সকাল ০৭:৪৬
গ্রাম থেকে লিখেছেন : মমতাজ পুতুল নাচে অংশগ্রহন করে দেশের যুবসম্প্রদায়ের চারিত্রিক উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রেখেছে!
বশির আহমদ কি সেরকম কিছু করেছেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File