তুমি ভালো থেকো
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩২:২৪ দুপুর
তোমায় কখনো বলিনি ভালোবাসো শুধু,
বলেছিলাম আমার পাশে থাকো ।
তোমায় কখনো বলিনি আমার হাত
ধরে হাটতে শুধু,
বলেছিলাম তোমার পাশে হাটতে দিও ।
তোমায় কখনো বলিনি আমার সব
কথা শুনতে হবে শুধু,
বলেছিলাম আমার কথা বিশ্বাস করতে।
তোমায় কখনো বলিনি নিজেকে বদলাও শুধু,
বলেছিলাম নিজের মতোই থেকো...।।
তোমায় কখনো বলিনি রাত জেগে আমার
কথা ভাবতে শুধু,
বলেছিলাম সময়মতো ঘুমিয়ে পড়।
আর এগুলোই ছিলো আমার বড় ভুল যার
ফলে তোমায় আজ অজানা পথেই
হারিয়ে ফেলেছি...।।
তবু আজও চাই তুমি ভালো থেকো আর আগের
মতই থেকো শুধু আমায় ভুলে যেও যে ছিলো তোমার
জীবনে ছিলো ঝড়ে ভেসে আসা খড়কুটো......।।
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন