কিছু শব্দ এবং তাদের শব্দার্থ ----------------
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫১:০১ সন্ধ্যা
কিছু শব্দ এবং তাদের শব্দার্থ••••••
বিবাহ : এটা জানার উপায় যে আপনার স্ত্রীর কি রকম স্বামী পছন্দ ছিল••••
প্রতিবেশী : ইনি সেই মহানুভব, যে আপনার সমস্যা আপনার থেকে বেশী এবং ভাল বোঝেন••••
নেতা : ইনি সেই ব্যাক্তি, যে সব সময় দেশের স্বার্থে আপনার প্রান উৎসর্গ করতে তৎপর থাকে••••
সভ্য ব্যাবহার : মুখ বন্দ করে হাই তোলা••√√
জ্ঞ্যানী : ইনি সেই ব্যাক্তি, যে সোজা কথাকে জিলাপীর মত করে পরিবেশন করতে পারে এবং আপনি মোটেও ব্যাপারটা ধরতে পারেন না••••
বিশেষজ্ঞ : ইনি সেই ব্যাক্তি, যিনি ছোটোর থেকে ছোটো জিনিষের ব্যাপারে বেশীর থেকে বেশী জ্ঞ্যান রাখেন•••
আশাবাদি : ইনি সেই ব্যাক্তি , যিনি সিগারেট কেনার আগে দিয়াশলাই জ্বালিয়ে নেন ••••
রাজনেতা : ইনি এইরকম ব্যাক্তি, যে বড়লোকের থেকে ধন আর গরীবের থেকে ভোট এই বলে নেয়, যে ও একজনকে আর একজনের থেকে বাঁচাবে••√
দ্বিতীয় বিয়ে : আশার অনুভবের ওপর বিজয় প্রাপ্তী ••••
নুতন শাড়ী : এটা পরার পরে একজন নারীর ততটা নেশা হয়, যতটা নেশা এক বোতল বিপিনবাবুর করণশুধা খেয়ে কোনো পুরুষের হয়••••
অবসরবাদী : ইনি সেই ব্যাক্তি , যে ভুল করে নদীতে পরে গেলে, সেখানেই স্নান করতে শুরু করেন ••••
অনুভব : অতীতকালে করেথাকা আপনার জীবনের ভুলগুলোর অন্য নাম•••
কুটনিতিজ্ঞ : ইনি সেই ব্যাক্তি, যে মহিলাদের জন্মদিন ঠিক মনে রাখেন কিন্তু তাদের বয়স কখোনোই না•••
অপরাধী : এরা পৃথিবীর অন্য মানুষের মতই ব্যাক্তি, শুধু এটা বাদে যে এরা ধরা পরেছে ••••
বিষয়: বিবিধ
১৫৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার আবিস্কার?
বিপিনবাবুর করণশুধা কি? বুঝলাম না!
মন্তব্য করতে লগইন করুন