সিগারেট খাওয়ার উপকারিতা.....!
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০১:৩১ রাত
সিগারেট খাওয়ার উপকারিতা ---------------------------
1)চোর বাড়িতে আসবে না।
2)কুকুরে কামড়াবে না ।
3)অটুট যৌবন।
ব্যাখ্যা -
1)চোর বাড়িতে আসবে না। কারণ সিগারেট
খেতে খেতে ফুসফুসের এমন বারোটা বাজে যে, সারা রাতই
ধূমপায়ীকে কাশতে হয়। এই কাশির
শব্দ শুনে চোর ভাবে যে বাড়ির লোক ঘুমায়
নি।তাই চোর
বাড়িতে আসবে না।
2)কুকুরে কামড়াবে না।
কারণ কাশতে কাশতে এমন অবস্থা হয়
যে ধূমপায়ী সামনের
দিকে ঝুঁকে পড়ে।তখন তাকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়।
হাতে সবসময়
লাঠি থাকে বলে কুকুর
কাছে আসেনা।
3)ধূমপান তো যৌবন
থাকা অবস্থায়ই জীবনশেষ
করে দেয়।বৃদ্ধ হওয়ার সময়ই তো নেই। তাই অটুট যৌবন।
এখানে কিন্তু
এক সার্ভেতে দেখা গেছে যে,
পৃথিবীর সমস্ত
ধূমপায়ীরা যদি একদিন
ধূমপান না করে তবে যে টাকা বাঁচে,
তা দিয়ে পৃথিবীর সব
মানুষকে এক বছর পেট ভরে, বিনা পয়সায়
খাওয়ানো যাবে।
পৃথিবীর সমস্ত
মদ্যপায়ীরা যদি একদিন মদ্যপন
না করে তবে যে টাকা বাঁচে, তা দিয়ে পৃথিবীর সব মানুষকে বারো বছর পেট ভরে,
বিনা পয়সায় খাওয়ানো যাবে।
*
পৃথিবীর সমস্ত
ধূমপায়ীরা যদি একদিন
ধূমপান না করে তাহলে ঐ দিন পরিবেশ দূষণের হার 4%
কমে যায়।
বিষয়: বিবিধ
২৮৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অটুট যেীকন এর জন্য ধূমপান করুন। তাই বোধহয় এখন মেয়েদের মধ্যে ধূমপায়ি বেড়ে যাচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন