বাংলা সাহিত্যে অশ্লীল ও কুরুচিপূর্ন লেখার জনক হলেন হুমায়ুন আজাদ !
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২২:৩৭ সন্ধ্যা
বাংলা সাহিত্যে অশ্লীল ও কুরুচিপুর্ণ
লেখার জনক হলেন হুমায়ুন আজাদ !
.
সে ২৮এপ্রিল ১৯৪৭সালে
মুন্সিগন্জে নানার বাড়িতে জন্ম গ্রহন
করে !
.
পড়াশুনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং
সেখানেই অধ্যাপনা হিসাবে কর্মজীবন
শুরু করে !
.
অধ্যাপনার পাশাপাশি হুমায়ুন আজাদ
প্রচুর লেখা লেখিও শুরু করে !
.
তার লেখা ৭০টি বই আছে ,এর মধ্য
৫/৬টা বই আমি পড়েছি !
.
জোট সরকারের আমলে হুমায়ুন আজাদের
অনেকগুলি বই নিষিদ্ধ ছিল !
.
কিন্তু আওয়ামী সরকার ক্ষমতায়
এসেই তার বইয়ের নিষেধাঙ্গা ভেঙ্গে
দেয় !
.
তার বইয়ে আমি লক্ষ্য করেছি ,
সে স্পষ্টভাবে কুরআন ,ইসলাম এবং
মহান আল্লাহ সম্পর্কে কটুক্তি
করেছে !
.
যুবকদের কাছে জনপ্রিয় হয়ে উঠার
জন্য ,তার বইয়ে থাকত সেক্স বিষয়ে
অনেক তথ্য !
.
মেয়ে মৌলি আজাদের ভাষায় হুমায়ুনঃ
মাত্রাতিরিক্ত সেক্সের প্রাধান্য
থাকতো বাবার উপন্যসে ,তাই মাঝে
মধ্যে বিরক্তই হতাম !
.
ইত্যাদি বিযয়ে লেখায় হুমায়ুন আজাদ
খুব দ্রুত পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে
ওঠে !
.
সে নিজেই তাকে নাস্তিক পরিচয় দিতে
গর্ববোধ করত !
.
অথচ নাস্তিক পরিচয় দিলেও ইসলাম
ব্যতিত অন্য ধর্মের প্রতি তার কোন
চুলকানী ছিল না !
.
তাই আমি তাকে ,চরম ইসলাম বিদ্ধেশী
হিসাবে উল্লেখ করেছি !
.
হুমায়ুন আজাদ নিজেকে একজন নারী
অধিকার কর্মী হিসাবে মনে করত !
.
আর এ নারীদের নিয়ে তার দুটি উক্তি
দেখুনঃ -
এক একটি উর্বশীকে আমি মেপে মেপে
দেখি ,মাঝারী স্তন আমার পছন্দ, সরু
মাংসল উরু আমার পছন্দ ,চোখের
সামনে আমার মেয়ে বড় হচ্ছে ।কিন্তু
সামাজিক নিয়মের বেড়াজালে
আমারহাত-পা বাঁধা !
.
আরেকটি উক্তিঃ
বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চুইংগামের
মতো চাবাতে ইচ্ছে করে !
.
এ নাস্তিক হুমায়ুনকে ২০০৪ সালের
২৭ফ্রেব্রুয়ারী বইমেলা থেকে ফেরার
পথে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে
আঘাতে ক্ষত-বিক্ষত করে !
.
কয়েক মাস মৃত্যুর সাথে লড়াই করে
বেঁচে উঠে ,একই বছর অগাস্ট মাসে
জার্মানীতে এ কুখ্যাত নাস্তিকের মৃত্যু
হয় !
.
আল্লাহ রাব্বুল আলামীন হুমাযুন
আজাদের সঠিক বিচার করুন !
.
আমীন !
বিষয়: বিবিধ
৪০১৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি আপনি পর্দার কথা বললেও হবে মায়ের জাতিকে অপমান করা।
এটাই বর্তমান সমাজের নীতি।
মন্তব্য করতে লগইন করুন