বাংলা সাহিত্যে অশ্লীল ও কুরুচিপূর্ন লেখার জনক হলেন হুমায়ুন আজাদ !

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২২:৩৭ সন্ধ্যা

বাংলা সাহিত্যে অশ্লীল ও কুরুচিপুর্ণ

লেখার জনক হলেন হুমায়ুন আজাদ !

.

সে ২৮এপ্রিল ১৯৪৭সালে

মুন্সিগন্জে নানার বাড়িতে জন্ম গ্রহন

করে !

.

পড়াশুনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং

সেখানেই অধ্যাপনা হিসাবে কর্মজীবন

শুরু করে !

.

অধ্যাপনার পাশাপাশি হুমায়ুন আজাদ

প্রচুর লেখা লেখিও শুরু করে !

.

তার লেখা ৭০টি বই আছে ,এর মধ্য

৫/৬টা বই আমি পড়েছি !

.

জোট সরকারের আমলে হুমায়ুন আজাদের

অনেকগুলি বই নিষিদ্ধ ছিল !

.

কিন্তু আওয়ামী সরকার ক্ষমতায়

এসেই তার বইয়ের নিষেধাঙ্গা ভেঙ্গে

দেয় !

.

তার বইয়ে আমি লক্ষ্য করেছি ,

সে স্পষ্টভাবে কুরআন ,ইসলাম এবং

মহান আল্লাহ সম্পর্কে কটুক্তি

করেছে !

.

যুবকদের কাছে জনপ্রিয় হয়ে উঠার

জন্য ,তার বইয়ে থাকত সেক্স বিষয়ে

অনেক তথ্য !

.

মেয়ে মৌলি আজাদের ভাষায় হুমায়ুনঃ

মাত্রাতিরিক্ত সেক্সের প্রাধান্য

থাকতো বাবার উপন্যসে ,তাই মাঝে

মধ্যে বিরক্তই হতাম !

.

ইত্যাদি বিযয়ে লেখায় হুমায়ুন আজাদ

খুব দ্রুত পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে

ওঠে !

.

সে নিজেই তাকে নাস্তিক পরিচয় দিতে

গর্ববোধ করত !

.

অথচ নাস্তিক পরিচয় দিলেও ইসলাম

ব্যতিত অন্য ধর্মের প্রতি তার কোন

চুলকানী ছিল না !

.

তাই আমি তাকে ,চরম ইসলাম বিদ্ধেশী

হিসাবে উল্লেখ করেছি !

.

হুমায়ুন আজাদ নিজেকে একজন নারী

অধিকার কর্মী হিসাবে মনে করত !

.

আর এ নারীদের নিয়ে তার দুটি উক্তি

দেখুনঃ -

এক একটি উর্বশীকে আমি মেপে মেপে

দেখি ,মাঝারী স্তন আমার পছন্দ, সরু

মাংসল উরু আমার পছন্দ ,চোখের

সামনে আমার মেয়ে বড় হচ্ছে ।কিন্তু

সামাজিক নিয়মের বেড়াজালে

আমারহাত-পা বাঁধা !

.

আরেকটি উক্তিঃ

বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চুইংগামের

মতো চাবাতে ইচ্ছে করে !

.

এ নাস্তিক হুমায়ুনকে ২০০৪ সালের

২৭ফ্রেব্রুয়ারী বইমেলা থেকে ফেরার

পথে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে

আঘাতে ক্ষত-বিক্ষত করে !

.

কয়েক মাস মৃত্যুর সাথে লড়াই করে

বেঁচে উঠে ,একই বছর অগাস্ট মাসে

জার্মানীতে এ কুখ্যাত নাস্তিকের মৃত্যু

হয় !

.

আল্লাহ রাব্বুল আলামীন হুমাযুন

আজাদের সঠিক বিচার করুন !

.

আমীন !

বিষয়: বিবিধ

৪০১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342243
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১০
আবু জান্নাত লিখেছেন : ভাইরে! মেয়েদের নিয়ে এসব নাস্তিকেরা আরো জঘন্য কিছু লিখলেও তা হবে সম্মানের(?)।

আমি আপনি পর্দার কথা বললেও হবে মায়ের জাতিকে অপমান করা।

এটাই বর্তমান সমাজের নীতি।

342246
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৫
নৌশাদ আল নোমানী লিখেছেন : জি ভাই ,ঠিক বলেছেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File