আমিও শহীদ নোমানী হব !

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৩ মার্চ, ২০১৬, ০৪:১৬:২৫ বিকাল

জন্মের পর বাবা আমার নাম রেখেছিল

নোমান !

.

সে ছোট থেকে আস্তে আস্তে বড় হতে

লাগলাম !

.

২০০৯সালে যখন আমি ক্লাস নাইনে

পড়ি !

.

তখনকার ঘটনার কথা বলার জন্য আজ

কি-বোর্ড দরলাম ।

.

ঘটনাটা হল ১৩ই মার্চের ঘটনা ,

অথ্যাত্ রাজশাহী বিশ্ববিদ্যালেয় !

.

স্কুল থেকে বাসায় এসে টিভি অন

করতেই দেখি ব্রেকিং নিউজ !

.

ব্রেকিং নিউজ দেখাচ্ছিল ,রাবির

সেক্রেটারি নোমানী ছাত্রলীগের

হামলায় নিহত !

.

সে নিহত নোমানী পরবর্তীতে শহীদ

নোমানী উপাধী ধারন করে!

.

জীবিত নোমানী যত না ছিল মানুষের

কাছে পরিচিত ,তার চেয়ে বেশী পরিচিত

শহীদ নোমানী !

.

তার কারণ হল ইসলামী আন্দোলনে

আল্লাহর একজন প্রিয় বান্দা হওয়ায় !

.

সে থেকে অন্তরে স্বপ্ন বুনেছিলাম

আমিও শহীদ নোমানী হব !

.

আমি যখন আমার সে স্বপ্নের দিকে

এগিয়ে চলছিলাম ,তখন আরও অনেকে

উত্সাহ জাগিয়েছিল !

.

বাবাও আমাকে নোমান থেকে নোমানী

ডাকা শুরু করল !

.

সাথী শপথের দিন দায়িত্বশীল যখন

দেখেন আমার নাম নোমান, তখন তিনিও

বলেছিলেন আপনাকে শহীদ নোমানীর

মত হতে হবে !

.

ফেইজবুকে যখন ২০১১সালের শেষের

দিকে নোমান নামটি চেন্জ করতে

চায়লাম !

.

তখন এক বড় ভাই বলল , আপনার নাম

যেহেতু নোমান তাই শহীদ নোমানী দেন !

.

আমি বিলম্ব না করেই সাথে সাথে সেদিন

শহীদ নোমানী নামটি দিয়েছিলাম !

.

তারপর আড়াই বছর আমি ফেইসবুকে

শহীদ নোমানী হিসাবে ছিলাম !

.

কিন্তু দুঃখের খবর ফেইসবুকের কিছু

ভাইয়ের আদেশে ২০১৫সালে প্রিয়

নামটি চেন্জ করতে বাধ্য হলাম !

.

সেদিন মনে এত ব্যথা পেয়েছিলাম যা

আমি আমার Fbজীবনে পায়নি !

.

আমি একজন ব্যক্তি নোমানীকে

ভালবেসে এত কিছু করিনি ,আমি

আল্লাহর পথে নিবেদিত প্রান দানকারী

এক শহীদ নোমানী ভালবেসে করেছি !

.

আমি স্বপ্নে দেখি শহীদ নোমানী সেই

দলকে নিয়ে !

.

আমি স্বপ্নে দেখি শহিদ নোমানীর সে

আন্দোলনকে নিয়ে !

.

আমি আবারও স্বপ্ন দেখি ,শহীদ

নোমানীর মত হতে !

.

আল্লাহ রাব্বুল আলামিন শহীদ

নোমানীকে কবুল করুন !

.

আমীন !

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362350
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৩৬
আফরা লিখেছেন : আমীন !
362356
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহ্‌ আমার নোমান ভাইটিকে শহিদ নোমানির মত জীবন যাপন করার তাওফীক দিন। আমিন।
385458
০২ জুন ২০১৮ রাত ১২:৫০
আনসারী লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File