নোমানীর ইতিহাসঃ

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ২৯ অক্টোবর, ২০১৮, ০৯:৩৪:৪৯ রাত

নোমানীর ইতিহাসঃ

.

আমার জিবনে তিনটা রেকর্ড করেছি আমি, তার মধ্যে আজকের দিনটি অন্যতম!

.

১ম রেকর্ডটি করেছিলাম তারাকান্দি মাদ্রাসা থেকে সাইকেল চালিয়ে নরসিংদী যাওয়া, তাও আবার এক সাইকেলে করে তিনজন!

.

২য় রেকর্ডটি করেছিলাম গাজিপুরের গাজিপুরা থেকে মহাখালী পর্যন্ত হেটে যাওয়া!

.

আজকে হল আমার ৩য় রেকর্ড.....

.

আজকে অবরোধ থাকায় পরীক্ষা শেষে কোন গাড়ি না পাওয়ায় ইডেন কলেজ থেকে হাটা শুরু করলাম!

.

হাটার সাথে সাথে আল্লাহর সাথে কথা বলায় মগ্ন হয়ে গেলাম!

.

ইয়াছিন, আর রাহমান, ওয়াকিয়াসহ কুরআনের যা মুখস্ত ছিল তা পড়া শুরুকরলাম!

.

এভাবে হাটতে হাটতে কখন যে গাবতলি,আমিন বাজার, হেমায়াতপুর, সাভার, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় শেষে নবীনগর এসে পৌঁছে গেলাম!

.

যখন শুনলাম ইডেন কলেজ থেকে নবীনগরের দূরত্ব মাত্র ৩৫ কিলো মিটার,!

.

তখন নিজের রেকর্ড লিস্টে আরেকটা রেকর্ড যোক্ত হওয়ায় নিজেকে আনন্দের মাঝে হারিয়ে ফেলি!

.

এদিকে পায়ের অবস্তা আল্লাহর রহমতে একটু ব্যাথাও অনুভব করিনি!

.

সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন!!!

বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386080
৩০ অক্টোবর ২০১৮ সকাল ০৫:২৮
শেখের পোলা লিখেছেন : মা শা আল্লাহ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File