শয়তান - দেহ পাইলেও মন পাবিনা

লিখেছেন লিখেছেন সালাহ ০৫ জানুয়ারি, ২০১৪, ০২:০৬:১৬ দুপুর



বাংলা সিনেমার একটা দৃশ্যের সাথে পরিচিত নন এমন মানুষ মনে হয় খুজে পাওয়া যাবে না । নায়িকা পপি , ভালবাসে তার প্রিয় নায়ক মান্নাকে । আর ডিপজল তাকে উঠিয়ে নিয়ে যায় জোর করে বিয়ের সিড়িতে বসায় । নায়িকা তখন বলে শয়তান - দেহ পাইলেও মন পাবিনা । আর ডিপজল রাগে ক্ষোভে ... এবার আসি বাংলাদেশ নামক সিনেমার দৃশ্যের সুন্দরী নায়িকার দায়িত্বভার লাভের জন্য চরম ভাবে প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতির সেরা মাস্তান - প্রিয় হাসু বুবু ।

প্রথমে উনি আমার এরশাদ চাচাজানকে অনেক প্রলোভন দেখিয়েও নির্বাচনে আনতে পারেননি । তাই ওনার খাতির যত্ন করার জন্য র‍্যাব দিয়ে তুলে নিয়ে হাসপাতালে ভালবাসা মাখা সেবা দিচ্ছেন ।ববিকে বিদেশে পাঠিয়ে দিলেন । মাগার , নারীর প্রতি চাচার ভালবাসার পারদ হাই হাই লেভেলে থাকলেও হাসু বুবুর প্রতি মায়ার নজরে কেন তাকাননি , তা আমার বুঝে আসে না । বুবুর মুখের হাসি মলিন হয়ে যাওয়াতে নাকি চেহারায় বার্ধক্যের ছাপ পড়াতে , সেটাও বুঝতে ব্যর্থ হয়েছি ।

ক্ষমতায় আসার পর বুবু দেশকে বিরোধী মত শূন্য করতে প্রথমে সেনা বাহীনীর অত্যন্ত মেধাবী অফিসার গুলোকে না ফেরার দেশে পাঠিয় দেন । আহারে ! শাকিল , গুলজার সহ দেশের উজ্জ্বল সন্তানগুলো সেদিন আত্নরক্ষার জন্য কি আকুতিটাই না করেছিল । আহারে ! আমার ভাইগুলোকে সেদিন কি যন্ত্রণাটাই না দেয়া হয়েছিলো । চলন্তু বাসে আগুন দিয়ে এগার আসামী পোড়ানোর নায়ক জাহাঙ্গীর কবির নানক ও জঙ্গী নেতা শায়খ আব্দুর রহমানের শালা মির্জা আযম এম পির নির্দেশে গুলজার ভাইয়ের মৃত শরীরখান পর্যন্ত ওরা পুড়িয়ে দিয়েছে । পরে আবার প্রহসনের বিচারের নামে দেশের সীমান্ত রক্ষী বিডিয়ার বাহিনীর ভাইগুলোকে তিলে তিলে ঠেলে দেয়া হয়েছে মৃত্যু নামক অনাকাঙ্ক্ষিত দুনিয়ায় ।

তারপর শেয়ার বাজারে আমাদের কপর্দক শূন্য করে দিল কিন্তু ভোগাস আবুল মালকে কোলে উঠিয়ে নিলেন , দেশবাসী স্বপ্নের পদ্মা সেতু দেখতে পারলেননা , কিন্তু ঘুষখোরদের বুকে আগলে রাখলেন , সুরঞ্জিত বাবু টাকা চুরিতে ধরা খেলেন , কিন্তু গরম জামা তার গায়ে পরিয়ে দিলেন , সন্ত্রাসী শামীম ওসমানকে বুকে টেনে নিলেন , আপন মেয়ের ইজ্জত হরনকারীকেও ভালবাসা দান করলেন , রানা , আমার অবলা মা - বোনগুলোকে সবার চোখের উপর দুনিয়া থেকে বিদায় করার সব আয়োজন সম্পন্ন করলেন তাকেও জেলে জামাই আদরে রাখলেন ।

আমার আল্লাহ ও তাঁর রাসুল সঃ তারপর সাহাবায়ে কেরাম এবং ইসলামী বিধি - বিধানকে গালি দানকারী নাস্তিকদের দ্বিতীয় প্রজন্মের শহীদ আখ্য দিলেন , মায়ের আদরে ভরিয়ে দিলেন সবার কলিজা , অথচ হাসু বুবুকে নিয়ে কটুক্তাকারীকে দিলেন ৭ বছরের জেল । বিশ্বজিতকে কুপিয়ে হত্য করল ছাত্রলীগ , আর উনি প্রেস নোট জারি করলেন শিবিরের কাজ এটা । পেট্রোল বোমা ছুড়তে গিয়ে ঝলসে যায় যুবলীগ আর উনি বলেন শিবির , শহীদ মিনার ভাঙ্গে যুবলীগ আর উনি বলেন শিবির ।

অবশেষে গন মানুষের অগ্রযাত্রা ঠেকাতে বালুর ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করলেন , লাজ লজ্জার মাথা খেয়ে সরকারী অবরোধ পালন করলেন । দেশনেত্রী খালেদাকে অবরুদ্ধ করে রাখলেন , মামলা হামলা করে দেশবাসীর রাতের ঘুম হারাম করে দিলেন । যারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করলেন তাদের বাড়ী ঘর পর্যন্ত ভেঙ্গে তছনছ করে দিলেন । ভোটার বিহীন নির্বাচন করে - হায় সেলুকাসের রমনীর দায়িত্ব নিতে নির্লজ্জের মত সব আয়োজন সম্পন্ন করে রাখলেন । কিন্তু উনি কি পেরেছেন দেশবাসির মন জয় করতে । পরিশেষে বলতে চাই - শয়তান - দেহ পাবি ঠিকই কিন্তু মন .........।।

বিষয়: রাজনীতি

১২০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159234
০৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৫
হতভাগা লিখেছেন : বেলা বাড়ার সাথে সাথেই ভোট কেন্দ্রে ভোটার উপচে পড়ছে । টিভি অন করুন । দেহের সাথে মনও চলে আসছে ।
159240
০৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৮
নাবীল লিখেছেন : হাছিনার ও একই কন্ড়িসন । ভোটার দের জোর করে মন নেওয়ার চেস্টা করছে বাস্তবে উল্টো কয়জন তাকে ভালো বাসে।
159257
০৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৬
আমি মুসাফির লিখেছেন :
159563
০৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৯
সালাহ লিখেছেন : আমার প্রিয় ভালবাসার মানুষটিকে আপনারা এভাবে বলেন কেন? উনি হলেন গনতন্ত্রের মানসকন্যা ।
160729
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৮
সালাহ লিখেছেন : বাংলাদেশে সব সমস্যার মূলে রয়েছে মিডিয়াগুলো। এরা দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে দেশের বারটা বাজাচ্ছে।@ হতভাগা
160731
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪০
সালাহ লিখেছেন : এটা দুধের বাচ্চাও নির্দ্বিধায় বলে দিতে পারে , হাসু বুবু কেন বাংলার কোন দলীয় প্রধানমন্ত্রীর দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় । হাসু বুবুকে একলা দোষ দিয়ে কি লাভ ।@ আমি মুসাফির

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File