আল্লাহর নামে শুরু করছি ভালবাসা
লিখেছেন লিখেছেন সালাহ ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০৬:২৯ রাত
এক দুই তিন চার
হাঁসি মাখা মুখ আর ।
ভাল এক মন যার
ভাল বাসা শুধু তার ।
দেহ পাওয়ার ভালবাসা
নয়তো ভালো ।
তার মাঝখান কাঁচা খাসা
রুপতো কালো ।
দেহের প্রেম খড় সম
বলেতো কথায় ।
মনের প্রেম বড় মম
কাদেতো ব্যথায় ।
ভোগের তরে ভালবাসা
মাকালের ফল ।
ত্যাগের তরে ভালবাসা ,
সকালের বল ।
ভোগে নেই সুখ আর
নেই শান্তি ।
ত্যাগে ভরে মুখ আর
কাড়ে ভক্তি ।
বিষয়: সাহিত্য
১২৬৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন