আল্লাহর নামে শুরু করছি নিঃসঙ্গ
লিখেছেন লিখেছেন সালাহ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৫৮:০৮ সন্ধ্যা
বহু বছর হলো মাগো
দেশ পেরিয়ে -
রুটি রুজির তাড়নায়
ভূমি হারিয়ে ।
অনেক অনেক দূরে
দেশ থেকে দেশান্তরে ।
মরুর এক শহরে
ধুলি ঝড়ের বন্দরে ।
হাড় খাটুনি শ্রম শেষে
রান্নার আয়োজন ।
কেউ দেখেনি কাছে এসে
মনের প্রয়োজন ।
পড়ে আছে আমি একা
মরুর মাঝে ।
সব যেন শূন্য - ফাঁকা
সুখের খোঁজে ।
বিষয়: সাহিত্য
১২৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন