আল্লাহর নামে শুরু করছি বাংলার স্বর
লিখেছেন লিখেছেন সালাহ ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৫৮:৫৮ বিকাল
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা ভাষা প্রানের ।
মিটায় সবার মনের আশা
মিটায় ভাষা গানের ।
বাংলায় আমি গল্প লিখি
বাংলায় লিখি কবিতা ।
বাংলায় আমি স্বপ্ন দেখি
বাংলায় আঁকি ছবিটা ।
বাংলায় আমি নাটক বানাই
বাংলায় বানাই সিনেমা ।
বাংলায় আমি জালেম হারাই
বাংলায় বাজাই দামামা ।
বাংলায় আমি করি গৌরব
বাংলায় খুজি সম্মান ।
বাংলা ভাষী ছড়ায় সৌরভ
লন্ডন কিবা জার্মান ।
বিষয়: সাহিত্য
১৩০১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন