হলুদ পাখি

লিখেছেন লিখেছেন সালাহ ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৬:৪০ দুপুর



মাঠেতে গেলাম বাবার সাথে

জমিন চাষের তরে ।

শুনিতে পেলাম আসার পথে

কি যেন খেতের পরে ।

চাহিতে গিয়া চমকে উঠিল ,

আমার দুটি আখি ।

কহিতে জ্বালা ছুটিয়া আসিল ,

ডানা ভাঙ্গা পাখি ।

হলুদ বরন সোনার পাখি ,

দেখতে সুন্দর কেশ ।

মরন কাতর ব্যথায় সখি ,

বুঝতে পেলুম বেশ ।

যতন করে সোহাগ ভরে ,

নিয়ে এলাম ঘরে ।

মা মনি বড় আদর করে ,

রাখে চোখের পরে ।

পরের সকালে কাঁদিয়া কাঁদিয়া -

আমার সোনা পাখি ।

যেওনা প্রেয়সী আমারে ছাড়িয়া -

একলা ঘরে রাখি ।

ডানার মাঝে কেমন করে ,

সইতে নাহি পারি ।

আমায় রেখে একলা ঘরে ,

কেমনে যাবে ছাড়ি ।

আদর দিয়ে সোনা পাখি -

গেলাম জুমার তরে ।

নামাজ শেষে এসে দেখি -

লুটায়ে পথের পরে ।

সোনার চাহনী , মায়াবী ঠোঁট ,

হলুদ বরন কেশ ।

সকলি রহিল আগের মত -

প্রানটা যাদুর শেষ ।

বিষয়: সাহিত্য

১৭২৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171367
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪১
বিন হারুন লিখেছেন : অনেক সুন্দর Rose Rose Rose Rose
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩২
125158
সালাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার অনুভূতি প্রেরনা হয়ে থাকলো@ বিন হারুন
171379
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫১
চক্রবাক লিখেছেন : পিলাচ Star
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৫
125161
সালাহ লিখেছেন : আপনার অনুভূতি প্রেরনা হয়ে থাকলো , আর আপনার জন্য রইল শুভেচ্ছা @ চক্রবাক
171406
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৮
অজানা পথিক লিখেছেন : অনন্য সাধারন, সুখপাঠ্য। ভাল থাকুন আর এভাবেই ‍উপহার দিতে থাকুন
171407
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৭
সালাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার অনুভূতি প্রেরনা হয়ে থাকলো । আপনার জন্যও শুভেচ্ছা রইলো @ অজানা পথিক
171414
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৭
ফেরারী মন লিখেছেন : জীবের প্রতি ভালোবাসায় অনুপ্রেরিত হলাম। ধন্যবাদ
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
125202
সালাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ । আমিও ধন্য হলাম আর আপনার জন্য রইল রজনী গন্ধার শুভেচ্ছা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File