আল্লাহর নামে শুরু করছি(অভিলাষ )
লিখেছেন লিখেছেন সালাহ ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৭:৪২ দুপুর
প্রানের মালিক আমায় নিয়ে
চলনা মদীনায় ।
যেখানে আমার মায়ার নবী
ঘুমায় নিরালায় ।
সেখানে গিয়ে দেব সালাম
প্রিয় রওজায় ।
ধীরে ধীরে পড়ব কালাম
হয়ে অসহায় ।
সেই পথের সাদা ধুলি
মাখব সারা গায় ।
যেই পথেতে যেত নবী
হাটি হাটি পায় ।
পাপ পূন্যের তরে প্রভু
নিও কৈফিয়ত ।
শত পাপের ভীড়ে তবু ,
দিও রহমত ।
খুলে বলব তোমার কাছে
মনের যত চাওয়া ।
তোমার দয়ায় পূন্য হবে
আমার শত পাওয়া ।
বিষয়: সাহিত্য
১৪৩৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন