হায়রে মানবতা!!! হায়রে সমাজ ব্যবস্থা!!! নিষ্ঠুর তবে এত??
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৪৪:৫১ দুপুর
ভারতের অনেক রাজ্যে এখনও কন্যা সন্তানের জন্মকে অভিশাপ মনে করা হয়। ঝাড়খণ্ডের বাসিন্দা গুঞ্জন মাসাত চেয়েছিলেন তার পুত্র সন্তান হবে। কিন্তু মেয়ে সন্তান জন্ম নিলে তিনি নবজাতকসহ স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেন।
৩০ জানুয়ারি সকালে ঘরের বারান্দায় গুঞ্জনের স্ত্রী দেবী ও তার শিশুকে যন্ত্রণায় ছটফট করতে দেখেন এক প্রতিবেশি। ততক্ষণে ৯০ শতাংশ পুড়ে গেছে মা-মেয়ের। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেবীর বাবা রাঘুনি রানা জানিয়েছেন, এক বছর আগে বিয়ের পর ভালোই ছিল তার মেয়ে। তারা পুত্র সন্তান চেয়েছিল। কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ায় মেয়েটাকে হত্যা করলো। তিনি আরও জানান, বিয়ের সময় যৌতুক হিসেবে বরপক্ষকে দুই বিঘা জমি দেওয়া হয়েছিল।
উৎসঃ আলোকিত বাংলাদেশ
চোখের পানি ফেলে কি হবে?
আফসোস করেই বা কি হবে?
হে আল্লাহ! তুমি সবাইকে রক্ষা কর। বুঝার তাওফীক দান কর। দাও সম্মান মা জাতিকে।
বিষয়: বিবিধ
১৫১০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইকে।
আপনাকে অনেক ধন্যবাদ।
বুঝার তাওফীক দান কর। দাও সম্মান
মা জাতিকে।
আপনাকে অনেক ধন্যবাদ।
একদা ইম্মে সালামা রাসূল সাঃকে বললেন: হে আল্লাহর রাসূল! আমাদের মাঝে সৎ লোক বিদ্যমান থাকাও সত্বেও কি আমাদেরকে আজাব পাকড়াও করবে?
উত্তরে রাসূল সাঃ বলেন: হ্যা, যখন অসৎ কর্ম বৃদ্ধি পাবে।
সে দিলে লক্ষ্য করলে দেখা যায়, আমরা অনেকাংশেই দায়ী।
হে আল্লাহ! তুমি আমাদেরকে স্বীয় দায়িত্ব পালনে স্বচেষ্ট হওয়ার তাওফীক দান কর। আমীন
মন্তব্য করতে লগইন করুন