ওরা কিভাবে পালাবে?
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৯ জানুয়ারি, ২০১৫, ০২:২৬:৪০ দুপুর
সময় আর বেশী নেই।
গরু জবেহ করলে, শেষবারের মত বড় করে একটা দাফ দেয়, সেই দাফ আমরা দেখতে পারছি বর্তমানের অবৈধ সরকারের মাঝে।
ওরা বর্তমানে পালাবার রাস্তা আবিস্কার করছে, কোন পথে পালালে জানটা রক্ষা পাবে।
তারা অনেকের নিকট দৌড়-ঝাপ শুরু করে দিয়েছে ২১ জনের রক্ষার কবচের জন্য। অন্তত পক্ষে ৪জনের জন্য কবচ চাইই, চাই।
আবার অনেকেই কয়েকটি দেশের ভিষাও লাগিয়ে রেখেছে, যাতে করে মুহুর্তেই পালাতে পারে।
আবার অনকে নেতা, মন্ত্রী গোপনে বিরুধী দলের সাথে আতাতের কাজটিও সম্পূর্ণ করে রেখেছেন।
তবে মূল্যবাদ কথাটি হল: সরকার দলের মাঝে বর্তমানে দ্বন্দ একেবারেই চরমে। কবে যে, একে অপরকে খতম করে এত্থেকে নিস্তার পায়, সে সুযোগও খুজছে তারা।
তাদের মনে এ আতঙ্কটি বেশী বিরাজ করছে যে, কুকুর মারা গেলে তার জন্য কেউ দরদ দেখায়, তবে তাদের জন্য দরদ দেখার কেউ থাকবে না।
কুকুর পেটানো অনেকেই দেখেছেন, তবে তার চেয়েও যে, তাদের অবস্থা আরো ভয়াবহ হবে, এটা তারা হারেহারে অনুভব করছে।
স্বাধীনতার বিরুধী এই শক্তিকে জনগণ প্রতিশোধ নিবে এটাই স্বাভাবিক ব্যাপার।
তবে অপেক্ষা করুন অল্প, একেবারেই অল্প সময়।
সেই সময় আর বেশী দেরী নয়, বাংলার মানুষের হবে যে বিজয়।
বাংলার জনগণের সুনালী সকাল একেবারেই নিকটে।
সুখে থাকুন।
বিষয়: বিবিধ
১৯১৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অল্প সময়।
সেই সময় আর বেশী দেরী নয়, বাংলার
মানুষের হবে যে বিজয়।
অনেক ধন্যবাদ ভাই মোঃ আয়নাল হক'কে
ভাই "অনেক পথ বাকি", পথ আর বাকী নেই।
অনেক ধন্যবাদ।
সংবাদ কোথায় থেইক্কা নয়, বরং এক্কেবারেই ছাক্কা খবর।
অনেক ধন্যবাদ।
তরী যখন একেবারে কিনারায় ভিড়ে, তখন আর উত্তাল ঢেউয়ের তোয়াক্কা কয়জনে করে?
আর একটু..
অনেক ধন্যবাদ প্রিয় ভাই আহমদ মুসা কে।
পূর্ব গগণে সূর্য উদয় হওয়ার আভাষ যদি সকাল আমণের জন্য স্বাক্ষীর প্রয়োজন হয়, তবে.....
অনেক ধন্যবাদ আপনাকে।
আবেগ নয়,বরং এক্কেবারেই ছাক্কা।
আর একটুখানী..... দেখুন।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ।
কারবালা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে ইসলাম হয়তো একটু এগুবে আর জিন্দা হবে মন্দের ভাল৷ তাই হোক৷
মন্তব্য করতে লগইন করুন