গোপালী বুবু স্টেজ শো জমেনাই,হায়রে কপাল এই লজ্জা রাখি কোথায়।
লিখেছেন লিখেছেন নাবীল ০৫ জানুয়ারি, ২০১৪, ০২:৪১:৪৯ দুপুর
বহু আসা নিয়ে তাকিয়ে ছিলাম দাম্বিকদের দাম্বিকতার নয়া এক স্টেজ শো দেখার জন্য।যার রচয়িতার মুল চরিত্রে অবিনয় করেছেন গোপালগন্জের রাজনৈতিক পরিবারের মেয়ে গোপালী বুবু ।
এই স্টেজ শো,র মুল রচয়িতা ছিলেন (রকিব চাকর)।তার বহু পরিশ্রমের বিনিময়ে আজকে দেশের সকল স্কুল,কলেজ,মাদ্রাসায় মহা দুমদামে এই শোটি চলছে।
যতদুর যানা যায় এখন পর্যন্ত এই শোটি চলছে।
কিন্তু তারা মানে সেই রচয়িতরা অনেক অশান্তি তে আছে,অনেকের নাকি ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে যার কারণে শো পরিচালনায় তাদের অনেক ব্যাঘাত ঘটতেছে।
তাদের এই স্টেজ শোতে দর্ষক সমাগম কম হওয়াতে তারা খুবই ক্ষুব্ধ । তাই এক আয়োজকের ছেলে মানুষের উপর গোষ্যা করে নিজেই ৫০০ টা টিকেট কিনে ছিল মেরেছে।
এক এক আয়োজক এক এক কথা বলছে ,ম,খা পাগল বলছে রোদ উঠলে দর্ষক বেশি আসবে।মতিয়া ক্যেমরা নিয়ে দর্ষক যোগাড় করে ফটো সেশন করেছে।মতিয়া গেলো তো দর্ষক ও গেলো এই হলো স্টেজ শোর সফল অনুষ্ঠান।
ইটিভিতে দেখালো ঢাকার একটি শো কেন্দ্রের কাহিনী যারা দর্ষক হিসাবে শো দেখতে এসেছে তাদের কারো কারো বয়স ১৮ বছর হয় নাই।কারণ এই শোতে অংশ নিতে হলে ১৮ বছরের নিছে টিকেট পায়না।
তাকে জিজ্ঞাসা করলো শো কভার করতে আসা সাংবাদিক সে বললো সে অংশ নিতে পারবেনা ।তবে কেন এসেছ, সে বললো বড় ভাই জোর করে পাঠিয়েছে অনেকে সাংবাদিক দেখে এদিক সেদিক কেটে পড়েছে। যেহেতু তারা আসল দর্ষক না।
বড় ভাই মানে বুঝলেন তো আয়োজক দের চেলা ছামুন্ড়রা।
আয়োজক দের আশায় গুড়ে বালি।
আয়োজক রা ভেবে ছিলো অন্তত ২০ পারসেন্ট দর্ষক তো আসবেই কিন্তু তাদের সে আশা মনে হয় পুরণ হবেনা।
এখন পর্যন্ত শো কেন্দ্রের সার্বিক পর্যালোচনায় দেখা যাচ্ছে গড়ে ৬ % লোকের সমাগম ও হয় নাই।
কিন্তু আজ বিকালে হয়তো দেখা যাবে ভিবিন্ন শো কেন্দ্রে আয়োজক কমিটির লোকজন জোর করে ড়ুকে টিকেট ছিনিয়ে নিয়ে ছিল মেরে বাক্স ভরে ফেলবে কারণ এইটা তাদের পথ।
আয়োজক রা বলছেন দর্ষক রা এই শোতে অনেক আসবে তাদের পক্ষে অনেক দর্ষক আছে কই দর্ষক রা তো ভয় পেয়েছে।
তাহলে এতো কস্ট করে এই শোর আয়োজন করলেন পরিচালক (রকিব চাকর) এই সরকারি এতো টাকা অপছয়ের বিচার কি দর্ষক রা করবেন না।
বুঝা যাচ্ছে এই শোটি দেশবাসি সানন্দে গ্রহন করেনাই তার কারণ এই শো,টির ব্যাবস্থাপনায় অনেক ট্রুটি রয়েছে।
দেশের জ্ঞানি বুদ্ধি বিক্রেতারা এবং বিদেশিরা ও এই ধরনের শো,তে বারবার অসম্তি জানিয়েছিল।কিন্তু আয়োজক রা কাউকে মানুষ মনে করে পাত্তা দিলোনা।
যেহেতু আয়োজকরা কাউকে পাত্তা দেয় নাই তাই দেশের দর্ষক শ্রোতারা ও এতে ব্যাপক অংশ গ্রহন করেনাই।
এক গুয়েমি মানুষ কে ধ্বংশ করে ।এক তরফা কোন কাজই ভালোনা এতে সফলতার চাইতে ক্ষতি বেশি হয়।
যদিও এই শো,র আয়োজক রা তা বুঝেন না ।
এখন দর্ষক রা তাদের কে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন।
এই ধরণের একটি শো,র আয়োজন কারিদের মুখে থুতু মারি এবং ধিক্কার জানাই।
মায়াসসালাম
বিষয়: বিবিধ
১৪৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন